ফিল্মস ডিভিশন এবং বুকমাইশো (বিএমএস)-এর মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হল। ওই সমঝোতাপত্রে বলা হয়েছে, ভারতীয় চলচ্চিত্রের জাতীয় সংগ্রহালয় পরিদর্শনের জন্য অনলাইন টিকিট কাটা যাবে বুকমাইশো অ্যাপের মাধ্যমে। ওই সমঝোতাপত্রে স্বাক্ষর করলেন ফিল্মস ডিভিশনের মহানির্দেশক শ্রীমতি স্মিতা ভাটস শর্মা এবং বুকমাইশো-এর লাইভ এন্টারটেইনমেন্টের চিফ অপারেটিং অফিসার অ্যালবার্ট আলমেডিয়া। নতুন দিল্লিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব অতুল কুমার তিওয়ারি।
এনএমআইসি দেখতে হলে এখন এক ক্লিকেই টিকিট পাওয়া যাবে, যার ফলে দেশ বিদেশের চলচ্চিত্রপ্রেমীরা উপকৃত হবেন। সংগ্রহালয়কে সকলের কাছে পৌঁছে দেওয়ার এই সমঝোতাপত্র একটি অন্যতম উদ্যোগ যাতে এনএমআইসি-তে আরও বেশি দর্শক আসেন বলে জানান অতিরিক্ত সচিব। মুম্বাইয়ের ফিল্মস ডিভিশন কমপ্লেক্সে চলতি বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংগ্রহালয়ের উদ্বোধন করেন। এটিই ভারতের একমাত্র সংগ্রহালয় যা সিনেমার জন্য উৎসর্গীকৃত এবং সেই কারণেই এই জায়গাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিনে প্রেমীদের কাছে।
এই সমঝোতাপত্র অনুযায়ী এনএমআইসি-র টিকিট অনলাইন এবং অফলাইন বিক্রির জন্য প্রযুক্তিগত সহায়তা করবে বুকমাইশো। যাঁরা প্রথমে টিকিট কাটবেন, তাঁদের জন্য কিছু বিশেষ সুবিধাও দেবে ওই সংস্থা। যাঁরা গ্রাহক, তাঁদের নিয়মিত ই-মেল এবং প্রয়োজনীয় তথ্য জানাবে বিএমএস। এছাড়াও ফেসবুক ও ইনস্টাগ্রামেও প্রচার চালানো হবে বিনামূল্যে। দর্শক সংখ্যা বাড়ানোর জন্য এনএমআইসি-র ওয়েবসাইটেও বিষয়টি দেওয়া হবে। উল্লেখ্য, সংগ্রহালয়টি তৈরী হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের মূল্যবান ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার জন্য। ভারতের সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস এবং বিবর্তন উঠে এসেছে এই চলচ্চিত্রগুলির মাধ্যমে। সংগ্রহালয়টিতে আছে দুটি ভবন। তার মধ্যে একটি নতুন সংগ্রহালয় ভবন এবং অপরটি ঊনবিংশ শতকের একটি ঐতিহ্যশালী বাড়ি যার নাম গুলশন মহল। দুটিই ফিল্মস ডিভিশন কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। এর ভেতরে আছে দুর্লভ নানা শিল্পকর্ম, পোশাক-পরিচ্ছদ, সিনেমায় ব্যবহৃত নানা জিনিস, ডিজিটাল কিয়স্ক, ডিজিটাল পর্দা প্রভৃতি।
National Museum of Indian Cinema tickets now available on #BookMyShow
— PIB India (@PIB_India) December 4, 2019
MoU signed today between @Films_Division and @bookmyshow , will help in increasing footfalls to the #NMIC : Shri Atul Tiwari, AS @MIB_India pic.twitter.com/cIfnYOKQnv