দরজায় কড়া নাড়ছে ডার্বি। আগামী রবিবার আইলিগের ফিরতি পর্বের ডার্বি। আর তারই জন্য জোর কদমে অনুশীলন সারছে মোহনবাগান ফুটবলাররা। এবারের বড় ম্যাচে সবুজ মেরুণ সমর্থক সহ টিম ম্যানেজমেন্ট অনেকেই তাকিয়ে আছে মাঝ মাঠের প্লেয়ার ওমরের দিকে। সোমবার সকালে বাগানের অনুশীলনের সময় ওমরকে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে। সঙ্গে ছিল ওমরের ছোট্ট শিশু কন্যা। বাবাকে অনুসরণ করে সেও মাঠে সকলের নজর কাড়ে। খুব বেশি হলে বয়স ৩ কিংবা ৪ হবে। কিন্তু সকাল সকাল বাবার দেখাদেখি ওমর কন্যাও জোরকদমে সারল অনুশীলন। কিন্তু মিসরীয় ফুটবলার ওমর ডার্বিতে গোল করে তা তার মেয়েকে উপহার দিতে চান। শুধু গোল ই নয়, গোল করে জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য ওমরের মতো নর্ডি - ডিকাদেরও। তাই থিঙ্ক ট্যাংক খালিদ জামিল তার টিমকে অন্য স্ট্র্যাটেজিতে অনুশীলন করাচ্ছে। বড় ম্যাচের আগে ফুটবলারদের চাপে রেখে নয়, একেবারে ফুরফুরে মেজাজেই রাখছেন সবাইকে। দেখা যাক ডার্বিতে এই স্ট্র্যাটেজি কতটা কার্যকর হয় সবুজ-মেরুন শিবিরে।