Olympics 2024: কখন, কোথায় দেখা যাবে প্যারিস অলিম্পিক্স গেমস? জেনে নিন বিস্তারিত

চলতি বছরে আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে গ্রীষ্মকালীন অলিম্পিক্স গেমস। ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হবে এই খেলা। পূর্ববর্তী টুর্নামেন্টে ভারত এই গেম থেকে নানান পদক জিতে রেকর্ড গড়েছিল। তাই এইবারও সারা দেশবাসীর নজর অলিম্পিক্স গেমের উপর। তবে ভারতে কোথায় দেখবেন প্যারিস অলিম্পিক্স, জেনে নিন বিস্তারিত ভাবে।

হাইলাইটস:

১। চলতি মাসে শুরু হবে প্যারিস অলিম্পিক্স

২। ভারতে কোথায় দেখা যাবে এই টুর্নামেন্ট?

৩। কোন সময়ে দেখা যাবে অলিম্পিক্স?

অলিম্পিক্স গেমস ক্রীড়াজগতের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। চলতি বছর এই গেম ৩৩ তম বারে পদার্পণ করছে। প্যারিসে অনুষ্ঠিত এই অলিম্পিক্সে মোট ৩২ টা স্পোর্টস থাকবে। তার মধ্যে রয়েছে, অলিম্পিক্সের নিজস্ব ২৮টি খেলা। এছাড়াও নতুন খেলা হিসেবে যুক্ত হয়েছে ব্রেকিং, স্কেটবোর্ডিং, সাফিং ও স্পোর্টস ক্লাইম্বিং।

ভারতবর্ষের অ্যাথলেটিকগণ বিগত কিছু বছর ধরে অলিম্পিক্সে নিজের জায়গা পাকা করে নিচ্ছে। পূর্ববর্তী টোকিও অলিম্পিক্সে ভারত থেকে মোট ১২৪ জন অ্যথলিট অংশগ্রহণ করেছিলেন এবং ভারতের ঘরে এসেছিল সাতটি পদক। বর্তমান প্যারিস অলিম্পিক্সে অ্যাথলিট সংখ্যা আরো বেশি, তাই ভারতের ঝুলিতে আরও পদক আসবে বলে আশাবাদী হওয়া যায়।

ভারতে কোথায় দেখা যাবে প্যারিস অলিম্পিক্স ২০২৪?

ভারতে প্যারিস অলিম্পিক্স দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। কারণ, এবছর ভায়াকম ১৮ মিডিয়া ভারত ও উপমহাদেশে প্যারিস অলিম্পিক্স সম্প্রচারের স্বত্ত্ব নিয়েছে। এছাড়াও অনলাইনে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে এই গেমস। আর প্রতিবারের মতো এবারও জিও সিনেমাতে বিনামূল্যে দেখানো হবে অলিম্পিক্স।

কোন সময়ে দেখা যাবে অলিম্পিক্স?

বাইরের দেশে এই গেমের আয়োজন হয় বলে অনেক সময়ই ভারতের সাথে টাইমজোন ম্যাচ হয়না। তার ফলে মানুষ বঞ্চিত হন এই গেম দেখার উপভোগ থেকে। তবে সম্প্রচারের চ্যানেল ঠিক হলেও, সময় এখনও ঠিক হয়নি বলে জানা গেছে। প্যারিসের সময় থেকে ভারত পিছিয়ে থাকে, আর ইভেন্টে সময় অনেক সময় বদল হয়, ফলে এখনও তা জানা যায়নি। তবে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তা নিশ্চিত হয়ে যাবে বলে আশাবাদী দর্শকরা।

প্রসঙ্গত, এবার ভারতবর্ষ খুব অধীর আগ্রহে অলিম্পিক্স গেমের জন্য অপেক্ষা করছে। নীরজ চোপড়া, পি. ভি সিন্ধু সহ একাধিক তুখোড় অ্যাথলিট রয়েছেন ভারতীয় দলে। এবার চলতি মাসে গেমের দিকে তাকিয়ে গোটা বিশ্ববাসী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...