ছিল স্কুলবাস হয়ে গেল গ্রীন হাউস !

পরিবেশ বাঁচাতে , গাছ বাঁচাতে একাধিক উদ্যোগের  কথা  শোনা  গেলেও  আজ  এমন  এক  উদ্যোগের কথা  জানাবো,  হলফ  করে  বলতে  পারি তা নিঃসন্দেহে এক্কেবারে  অভিনব । তবে  হ্যাঁ , এমন  উদ্যোগের  প্রাণকেন্দ্র  কিন্তু  কানাডা ।  আজ  সেই  সন্ধানই  দেব।

পরিবেশের  প্রতি  দায়বদ্ধতা  থেকেই   এক  অভিনব  উদ্যোগে  উদ্যোগী  হন  কানাডার   ডনি  রে  ফ্র্যাঙ্কলিন।  কি  সেই  উদ্যোগ !  এর  মূল  উপাদান  হলো  খারাপ হওয়া  স্কুলবাস । হ্যাঁ  - যা  খারাপ  হয়ে  গেলে  তার জায়গা  হয়  ফাঁকা  মাঠে ।   ধীরে  ধীরে  তার  রঙিন  আস্তরণ  খসে চরম  অযত্নে  তার  অন্তিম  কাল  ঘনিয়ে  আসে , সে মাটিতে বিলীন হয়। অনেকে আবার  এই  পুরনো বাসগুলিকে বদলে  দেন ছোটো ঘর অথবা ঝাঁ-চকচকে আরভি’তে । কিন্তু খারাপ হওয়া বাসকেও  যে  পরিবেশ রক্ষার  কাজে  ব্যবহার  করা  যায়, সেটা  এর  আগে  কেউ  ভাবেননি ।  ভেতরে  রয়েছে  আস্ত  একটা  চমৎকার  গ্রিনহাউস  চেম্বার ।   সারি   সারি  গাছ  মাথা  তুলে  আছে ।

এই  কাজে  ডনি  পাশে  পেয়েছেন  তার  পরিবারকে ।  ছাদ  খোলা  দুটো  পুরনো  বাসের  বাইরের  কাঠামো  এক  থাকলেও  ভেতরে  শক্ত  স্টিলের  কাঠামোর  সঙ্গে  থাকা   পলিইথিলিন  প্লাস্টিক  দিয়ে  তৈরি  করেছেন  গ্রিনহাউস । আর  সেখানে  ভেতরে  আছে  সার  দেওয়া  গাছ ! গরমকালেও  সমস্যার  সমাধান  আছে  বাসের  খোলা  জানলা ! এভাবেও  যে  পুরনো  ভাঙা  স্কুলবাসকে  ব্যবহার  করা  যায়, সেটাই  দেখিয়ে  দিলেন  ডনি  ফ্র্যাঙ্কলিন । বিষয়টি  যে  এক্কেবারে  অভিনব  তাতে  সিলমোহর  দিতে  কার্পণ্য  করেননি  খোদ  পরিবেশ  প্রেমীরা ।  আর  বর্তমান  পরিস্থিতিতে  পরিবেশ  বাঁচাতে  এই   উদ্যোগ  নিঃসন্দেহে  এক  দিশারী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...