বিতর্কের মুখে পড়ল ক্রোয়েশিয়ার ফুটবলার ভুকোজেভিক এবং ভিডা। কোয়ার্টার ফাইনালে রাশিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে জয় পাওয়ার পর “ গ্লোরি টু ইউক্রেন”-কে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন যা রাশিয়ার রাজনৈতিক মহলে ঝড় তুলে দেয়। তারা এর তীব্র প্রতিবাদ কোরে ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে জানান। তারা বিষয়টা ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে জানালে তারা ভুকোজেভিকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে। তারা আরো জানান যে ভুকোজেভিকের এহেন আচরণের ফলে তারা রাশিয়ার সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। আগামী ম্যাচে তারা খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে তার আগে এমন ঘটনা ঘটায় তারা দুঃখিত।