ভাষাকে প্রাধান্য দিতে ২১টি উপজাতীয় ভাষার শব্দকোষ প্রকাশ করল উড়িষ্যা সরকার

হিন্দি ভাষাকে রাষ্ট্র ভাষায় রূপান্তরিত করার দাবি বহুদিনের। আর তার মাধ্যমে ভাষার উপর একচেটিয়া আধিপত্য বিস্তারের রেওয়াজ আকছার শোনা যায়। পাশাপাশি আদিবাসীদের নামের আগে ‘অসভ্য’, ‘বর্বর’ তকমা এঁটে দেওয়ার ঘটনাও বিরল নয়। এই অবস্থায় দাঁড়িয়ে, আদিবাসীদের নিজস্ব ভাষাগুলিকে জীবিত রাখার ও সংরক্ষিত করার বৈপ্লবিক কর্মসূচি নিল উড়িষ্যা

রাজ্যে উপজাতীয় ভাষা সংরক্ষণ ও তার প্রচার করতে ২১টি দ্বিভাষিক ভাষার শব্দকোষ প্রকাশ করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। শনিবার, ঊড়িষ্যা সরকারের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগটি গৃহীত হয়েছে। ভাষাকে বাঁচিয়ে রাখতে নিঃসন্দেহে এ এক অভূতপূর্ব উদ্যোগ, এমনটাই মনে করছেন রাজ্যের ভাষা বিশেষজ্ঞ মহল।

দ্বিভাষিক শব্দকোষগুলি আকাদেমি অফ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার কর্তৃক প্রণোদিত হয়েছে। সূত্রের খবর, উড়িষ্যার উপজাতি অধীনস্থ জেলাগুলির প্রাথমিক স্তরের বহুভাষিক শিক্ষামাধ্যমগুলিতে এই শব্দকোষগুলি নিযুক্ত করা হবে।

“বিশিষ্ট উন্নয়ন পরিষদ মারফত বহুভাষিক শিক্ষামাধ্যমগুলিতে দক্ষতা অনুযায়ী দ্বিভাষিক উপজাতীয় শব্দকোষ ও ত্রিভাষিক উপজাতীয় ভাষা এই ২১টি উপজাতীয় ভাষার অন্তর্গত করা হবে। উপজাতীয় ভাষাগুলি করায়ত্ত করতে উভয়ই ভীষণভাবে সাহায্য করবে,“ বলছেন পট্টনায়ক।

বরাবরই উড়িষ্যায় বৃহৎ সংখ্যক তফশিলি উপজাতি সম্প্রদায়ের বাস, আর এই ৬২টি উপজাতি গোষ্ঠীর মধ্যে গড়ে ১৩টি উপজাতি গোষ্ঠী প্রায়ই বিভিন্ন ধরণের বৈষম্যের শিকার হন। এই উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষেরা ২১টি আঞ্চলিক ভাষা সহ ৭৪টি উপভাষায় কথা বলতে সক্ষম, যার মধ্যে ৭টি ভাষা তাদের স্বরচিত। বহুদিন ধরেই শব্দকোষগুলিতে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওড়িয়া ভাষা। এবার উড়িষ্যা সরকারের হাত ধরে বাস্তবায়িত হতে চলেছে এই প্রকল্প, যার ফলে অন্যান্য রাজ্যগুলিতেও ভাষা নিয়ে সচেতনতা বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘোষণা করেছেন, শিডিউলড কাস্ট এবং শিডিউলড ট্রাইব রিসার্চ ও ট্রেনিং ইন্সটিটিউট ক্যাম্পাস সংলগ্ন ট্রাইবাল মিউজিয়ামের কিছু পরিবর্তন এনে নতুন করে গঠিত হবে উড়িষ্যা রাজ্য উপজাতি প্রদর্শনশালা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...