করোনা থেকে বাঁচতে ঘরে থাকা জরুরি। রাস্তাতেই যেন অপেক্ষা করে আছে বিপদ। সংক্রমণ এড়াতে জরুরি সচেতনতা। পথে নামলেই যাতে মানুষের চোখে পড়ে এই বার্তা তার জন্য ওড়িশায় দেওয়ালের পর দেওয়াল ভরাচ্ছেন এক শিল্পী। ছবি এঁকে।
প্রমোদ ডান্ডিয়া নামে বছর ৩২ এর ওই শিল্পী কান্ধিমান জেলায় কালিগুরা আদিবাসী গ্রামে একের পর এক ম্যুরাল গড়ে তুলেছেন। শিল্পী জানিয়েছেন, বহু মানুষ মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করছেন। আমার মনে হল আমারও কিছু সাহায্য করা দরকার। তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির সাহায্য করছি এভাবেই।
প্রমোদ কোথাও আঁকা শেখেননি। নিজের চেষ্টায় তাঁর শিল্পী হয়ে ওঠা। এখনও পর্যন্ত প্রায় ষাটটি ম্যুরাল গড়েছেন। গত বারো দিনে।
তিনি জানিয়েছেন, আরও বেশ কিছু গ্রামে এভাবেই সচেতনতা গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাবেন।
প্রমোদ ডান্ডিয়া অতীতে ওড়িশার সরকারী ভবনেও ম্যুরাল গড়েছেন।