মুক্তি পেল স্বল্পদৈর্ঘের ছবি “অবয়ব”। দক্ষিন কলকাতার ফিউচার ইস্টিটিফট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীর অক্লান্ত পরিশ্রমের ফল মিলতে চলেছে এবার। এস্ট্রেলা প্রডাকশনস প্রযোজিত ও ঐশিক ভট্টাচার্য পরিচালিত এই নারী কেন্দ্রিক ছবিটি সমাজের বিকৃত মনোভাবের একটি নিদর্শন । পাখি নামক একটি মেয়ের ছোটবেলা থেকে অভাব অনটনকে সঙ্গি করে বড় হওয়ার ছবি হল “অবয়ব”। অক্লান্ত পরিশ্রম করে অভাব অনটনকে জয় করে পাখির বড় হওয়া তারপর স্বপ্নের মানুষের কাছ থেকে আঘাত পাওয়া, আর এই আঘাত এতটায় মর্মান্তিক যে তা পাখির ধংসের কারণ হয়ে দাড়ানোর ছবি “অবয়ব”। প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পর্ণীতা রে, সুদর্শন বসু, অদিতি ভট্টাচার্য, সহ আরো অনেককে যারা সকলেই ফিউচার ইস্টিটিফট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী। ছবিটি দেখা যাবে এস্ট্রেলা প্রডাকশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে।