টলিউডের অন্যতম অভিনেত্রী, নুসরত জাহান। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে জন্ম দেয় ছোট্ট ছেলেকে। এখন তাঁর ছেলের বয়স সাড়ে তিন বছর। সেই সময় ছেলের পিতৃপরিচয় নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছিল অভিনেত্রী। অভিনেতা যশ দাশগুপ্তই নুসরতের ছেলের বাবা, তা তাঁর পুরসভার জন্মের শংসাপত্রেই পরিষ্কার করে দেন অভিনেত্রী। পুত্রের নাম দেয় ঈশান দাশগুপ্ত।
তবে, যশ-নুসরতের সন্তানকে দেখার জন্য অনুরাগীরা বহুবার প্রকাশ্যে নিয়ে আসার কথা বলছিল। অবশেষে দু’বছর পর অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটল। মাতৃদিবসে সোশ্যাল মিডিয়ায় ছেলের মুখ দেখালেন অভিনেত্রী নুসরত জাহান।
Read Also : নুডলস কালী !
সম্প্রতি কোয়েল মল্লিকের ছেলে কবীরের জন্মদিনের পার্টিতে একঝলক দেখা গিয়েছিল নুসরত-পুত্র ঈশানকে। সেই একঝলক প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর মা নুসরত আর দেরি করেননি। মাতৃদিবস আসতেই ঈশানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অনুরাগীদের।
গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় দীপাবলি কিংবা বড় দিনের সময় ছেলের পিছন থেকে তোলা ছবি দিয়েছেন নুসরত। কিন্তু কখনই মুখ দেখাননি। ছেলের জন্ম থেকেই বেশ সাবধানে ছিল বাবা যশ এবং মা নুসরত। বর্তমানে ছবির কাজ ও স্বামী, সংসার নিয়ে বেশ সুখেই রয়েছেন অভিনেত্রী।
এদিন সোশ্যাল মিডিয়ায় ছেলের সাথে বসে ছবি পোস্ট করেছেন নুসরত। গোলাপি শিফনের শাড়িতে রয়েছেন নুসরত। চোখে-মুখে রয়েছে একটা গোলাপি আভা। কোলে বসে রয়েছে পুচকে ঈশান। মাতৃদিবসটা শুধু সন্তানের সঙ্গে নয়, নিজের মায়ের সঙ্গেও কেক কেটে উদ্যাপন করেন বিশেষ এই দিনটি। সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে শুধু ‘হ্যাপি মাদার্স ডে’ লিখেই পোস্ট করেন তিনি।
নুসরতের ছেলের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় অনুরাগীদের। ভালোবাসায় ভরিয়ে দেয় ছোট্ট ছেলে ঈশান ও অভিনেত্রীকে। অনেকেই লিখেছেন যে ছোট্ট ঈশানকে যেন একেবারে ছোট্ট যশের মতন।