ব্রিটিশ হাই কমিশনারের তরফ থেকে জানা গেছে, ২০১৯ সালে ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার সংখ্যা ৬৩% বেড়ে গেছে। সাম্প্রতিক অভিবাসীদের তালিকা থেকে দেখা গেছে, এ বছর ৩০,০০০-র বেশি ভারতীয় পড়ুয়া শিক্ষাখাতে ভিসা পেয়েছে। অন্যান্য বছর সাধারণত এই সংখ্যাটা থাকে ১৯,০০০-এর কাছাকাছি।
সামগ্রিক বিশ্বের খতিয়ান অনুযায়ী এক বছরে ৬৩% বৃদ্ধি প্রায় একলাফে চারগুণ বৃদ্ধির সমান। একটি পরিসংখ্যান জানাচ্ছে, গত দশকে ২,৭০,০০০ ভারতীয় পড়ুয়া ব্রিটেনের শিক্ষাক্ষেত্র থেকে উপকৃত হয়েছে। অপর একটি সমীক্ষা বলছে, এ বছর ৫,১২,০০০ ভারতীয় ভ্রমণ ভিসা পেয়েছে ব্রিটেন থেকে যা গত বছরের থেকে ৯% বেশি। এ প্রসঙ্গে ব্রিটিশ হাই কমিশনার ডোমিনি আসকুইথ জানান, ভারতীয় ছাত্র-ছাত্রীরা যে ব্রিটেনের শিক্ষাব্যবস্থার ওপর আস্থা রেখে সেখানে পড়াশোনার জন্য আসছে, সেটা যথেষ্ট ভালো খবর। উক্ত পড়ুয়ারা আগামী দিনে নিজেদের কাজের মাধ্যমে ভারত এবং ব্রিটেনের সম্পর্ককে মজবুত করবে তা বলাই যায়। ভারতে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বারবারা উইকহাম এ বিষয়ে জানান, প্রতি বছর ইংল্যান্ডে পড়াশোনা করতে আসা ভারতীয় পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে, যা যথেষ্ট ভালো ব্যাপার। ভারত এবং ব্রিটেনের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই উন্নতি দুই দেশের জন্য যথেষ্ট আশাব্যঞ্জক। এই শিক্ষার মাধ্যমেই দুই দেশের সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদী তিনিও।
উল্লেখ্য, সম্প্রতি একটি সমীক্ষার রিপোর্টে জানা যাচ্ছে, ভারতীয় পড়ুয়া যাঁরা ব্রিটেনে পড়াশোনা করেছেন তাঁরা ভারতে পড়া গ্র্যাজুয়েটদের তুলনায় অনেক বেশি সন্তুষ্টির সঙ্গে কেরিয়ারে এগিয়ে যেতে সক্ষম হচ্ছেন। অনেকেই এমন আছেন যাঁরা ব্রিটেন থেকে গ্র্যাজুয়েট হয়েছেন, তাঁরা ভারতীয় গ্রাজুয়েটদের তুলনায় অনেক বেশি রোজগার করেন। কর্পোরেট দুনিয়ায় উচ্চপদে আসীন এমন অনেকেই রয়েছেন যাঁরা নিজেদের পদাধিকারবলে নিজেদের জায়গা করে নিয়েছেন, তাঁরা ব্রিটেনে পড়াশোনা করেছেন।