এন এস সি স্পোর্টস ক্লাব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

কথায় বলে “অতি লোভে তাঁতি নষ্ট” বা “লোভে পাপ, পাপে মৃত্যু”।  মানবজাতির সাতটি ঘাতক পাপের মধ্যে অন্যতম  হল লোভ।  সে রাজা মিডাসের গল্পোই হোক বা সোনার ডিম দেওয়া মুরগী বা জেলে ও জেলেনির গল্প, প্রতিটি গল্পে আমরা দেখেছি লোভের বসবতি হলে মানুষের কি পরিনতি হতে পারে। আর এই লোভ ত্যাগ করার বার্তা নিয়েই সেজে উঠছে এনএসসি স্পোর্টস ক্লাবের পূজা মন্ডপ।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষ্যে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল সেই পূজা কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক ছন্দা দাস রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক শুভজিৎ মৌত্র ও সাধারণ সদস্য কেয়া বণিক। সঞ্চালক সিঞ্চিতার সাথে জেনে নিলাম তাদের পুজোর ব্যাপারে। মাত্র ২০ বছর হয়েছে তারা দুর্গা পুজো শুরু করেছে কিন্তু এই কুড়ি বছরে দক্ষিন কলকাতার বাঘাযতীন এলাকার এক বিখ্যাত নাম হয়ে উঠেছে এনএসসি স্পোর্টস ক্লাব। আর এবছর তাদের ছিম “মায়াজাল”।

থিম শিল্পী বিভাস মুখার্জী, প্রতিমা শিল্পী সনাতন পাল ও আবহ সঙ্গীত শ্রষ্টা পন্ডিত মল্লার ঘোষ, এই ত্রয়ীদের ভাবনায় সম্পূর্ণতা পাচ্ছে তাদের পুজো। তৃতীয়ায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের পথচলা।  পুজোর চারটি দিন খাওয়া দাওয়ার কোনও এলাহী আয়োজন না থাকলেও, সকল পল্লীবাসীরা একত্রিত হয়ে মায়ের ভোগ গ্রহন করে থাকেন। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রোয়ে উঠে নামতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো, সেখান থেকে বাস বা অটো ধরে বাঘাযতীনরানিকুঠিরের মধ্যবর্তী স্থান গান্ধী কলোনির নিকট এই পুজো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...