'এনআরআই ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়া'-র পক্ষ থেকে 'হিন্দ রতন অ্যাওয়ার্ড' দেওয়া হচ্ছে ডঃ শুভজিৎ বসুকে

 

লিডস বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি আইনের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ শুভজিৎ বসু সমাজে অসাধারণ অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন ২০২০ সালে। তাঁকে 'হিন্দ রতন অ্যাওয়ার্ড ফর ২০২০' পুরস্কারে সম্মানিত করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিদেশে বসবাসকারী ভারতীয়দের এই পুরস্কার দেয় এনআরআই ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়া

               ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রজাততন্ত্র দিবসে নতুন দিল্লিতে সোসাইটির অ্যানুয়াল কংগ্রেসে 'জাতীয় প্রবাসী ভারতীয় দিবস'-ও পালন করা হবে। ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সুপ্রিম কোর্টের একাধিক সদস্য, রাষ্ট্রদূত এবং অন্যান্য অতিথিরা এই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই প্রসঙ্গে ডঃ বসু জানান, এই পুরস্কার প্রাপ্তির খবরে তিনি যথেষ্ট সম্মানিত বোধ করছেন। বাবা-মা'র কাছ থেকে যে শিক্ষা ও মূল্যবোধ তিনি পেয়েছেন, এবং ভারত ও ব্রিটেনের সমস্ত শিক্ষকেরা তাঁকে যে শিক্ষা দিয়েছেন, তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য হয়ে উঠতে পেরেছেন। তথ্যপ্রযুক্তি আইন সমৃদ্ধ করার জন্য এই পুরস্কার পাচ্ছেন বলে যথেষ্ট গর্বিত বোধ করছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, নিজের কাজের জন্য যখন মাতৃভূমি থেকে স্বীকৃতি পাওয়া যায়, তখন তা মানুষকে গর্বিত করে তোলে

                 ডঃ বসুর বড় হয়ে ওঠা কলকাতাতেই। সেন্ট লরেন্স স্কুল থেকে পাশ করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ল'কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। ১৯৯৮ সালে তিনি আইন বিষয়ক কাজে কর্মজীবন শুরু করেন এবং তার পাশাপাশি কর্পোরেট আইন বিশেষজ্ঞ হিসেবেও ভারতে কাজ শুরু করেন। এর পর ব্রিটেনের স্বনামধন্য লিভারপুল জন মোরেস বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা শেষ করেন শুভজিৎ। ডঃ বসুর গবেষণার বিষয় ছিল 'ইমার্জিং টেকনোলজি'  বিশেষ করে 'রেগুলেশন অফ সাইবারস্পেস'-এর ওপর জোর দিয়ে তিনি গবেষণা করেছেন। টেকনোলজি উন্নত হওয়ার পর বিশেষ করে ইন্টারনেট আসার পর আমাদের জীবন কিভাবে পরিবর্তন হয়ে গেছে তার ওপরেই গবেষণা করেছেন তিনি।

ইন্টারনেটের সঠিক ব্যবহার করার পাশাপাশি কিভাবে আমরা ইন্টারনেটে আমাদের প্রাইভেসি বজায় রাখতে পারব, তার আইনি দিকটাই ছিল তাঁর গবেষণার বিষয়। ব্রিটিশ অ্যান্ড আইরিশ ল এডুকেশন অ্যান্ড টেকনোলজি অ্যাসোশিয়েশনের (বিআইএলইটিএ) চেয়ারের পাশাপাশি ডঃ শুভজিৎ বসু ইন্টারন্যাশনাল রিভিউ অফ ল কম্পিউটারস অ্যান্ড টেকনোলজির (আইআরএলসিটি) ম্যানেজিং ডিরেক্টর পদেও রয়েছেন। 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...