থাকবে না আর কাগজের টিকিট। মেট্রোর মত ফেরি পরিষেবাতেও পাওয়া যাবে স্মার্টকার্ড ও টোকেন। তেমনটাই জানাল পরিবহণ নিগম। তাই ইতিমধ্যে বসানো হয়ে গিয়েছে স্মার্টকার্ড মেশিন। জানা গিয়েছে হাওড়া থেকে শিপিং করর্পোরেশন বা মিলেনিয়াম পার্ক ও হাওড়া থেকে ফেয়ারলি লঞ্চ ঘাট পযর্ন্ত মোট তিনটি মেশিন বসেছে। প্রাথমিক ভাবে সেগুলির পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের জন্য জলপথ পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুই শহরের মধ্যে এই জলপথ পরিষেবা দেয় মূলত দু’টি সংস্থা। একটি হল পরিবহণ দফতর এবং অন্যটি হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। রাজ্য পরিবহণ দফতরের লঞ্চ চলে হাওড়া-ফেয়ারলি, হাওড়া-শিপিং ঘাট-সহ আরও কয়েকটি রুটে।পরিবহণ দফতর থেকে জানা যায়, কাগজের টিকিট বদলে এই মেশিনগুলি চালু হলে যাত্রীদের যেমন সুবিধা হবে, ঠিক তেমনি বিনা টিকিটের যাত্রীর সংখ্যাও কমবে। দফতর সূত্রে আরো জানানো হয় যে,পুরো ব্যবস্থাটাই করা হয়েছে মেট্রোর মতো। সারা মাসের টিকিটের জন্য স্মার্ট কার্ড কিনতে হবে এবং দৈনন্দিন টিকিটের জন্য টোকেন দেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের মধ্যে এই মেশিন ও টিকিট ঘরের উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে।