মেট্রো এবারে সতর্ক বিপর্যয় এড়াতে

এ বারের কাজে সতর্কতাই শেষ কথা বলে জানাল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের বিশেষ কমিটি। বিপর্যয়ের পুনরাবৃত্তি এড়াতে এবারে বুঝে পা ফেলতে চায় কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেড। বৌবাজারের পুনরাবৃত্তি ঠেকাতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে মেট্রো রেলের তরফে। পাশাপাশি সুড়ঙ্গের কাজ পুরোপুরি শেষ হতে ২০২১-এর মার্চ মাস হয়ে যেতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।

                          আগের চেয়ে অর্ধেক গতিতে কাজ এগোবে। টানেল বোরিং মেশিনে বসানো হয়েছে বিশেষ সেন্সর টানেল। জল লিকেজ রুখতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা জানিয়েছেন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান জন অ্যান্ডিকট। আপাতভাবে এই গতিকে মন্থর বলে মনে হলেও তা মানতে রাজি নন বিশেষজ্ঞ কমিটির মেম্বাররা। জন অ্যান্ডিকট ছাড়াও ওই কমিটিতে রয়েছেন গাই ক্রিস্টোফার বিজেস, কেন ওয়াং এবং ইউ থানার। প্ৰত্যেকেই জানাচ্ছেন দিনে ১৪ মিটারের বদলে তার এক তৃতীয়াংশ গতিতে টানেল বোরিং মেশিন এগিয়ে নিয়ে যাওয়া হবে। এছাড়াও টানেল বোরিং মেশিনের ঠিক ওপরে যে বাড়িগুলো থাকবে, প্রতি ছ'ঘন্টা অন্তর সেই সব বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মেট্রো সূত্রে খবর বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত টানেল তৈরি করতে প্রায় তিন মাস সময় লেগে যাবে। তারপর মাটি থেকে মেশিন বের করতে আরও তিনমাস সময় লাগবে।

                       নতুন ব্যবস্থায় যদি সুড়ঙ্গে আবার জল ঢুকে যায়, তাহলে ঘন্টাখানেকের মধ্যে এই পরিস্থিতি মোকাবিলা করার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন জন অ্যান্ডিকট। যন্ত্রে নানা ধরনের সেন্সর লাগানো হয়েছে। বসানো হয়েছে ইস্পাতের পাত। সুড়ঙ্গে ব্যবহার করা হবে বিশেষ কংক্রিট যাতে জল আটকানো যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...