হাউসবোট আর শুধু কাশ্মিরে গিয়েই চড়তে হবেনা। বাড়ির কাছেই সেই আমেজ উপভোগ করা যাবে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার চিল্কা হ্রদ এবং ভিতরকণিকা ন্যাশনাল পার্কে খুব শিগগিরই পাওয়া যাবে হাউসবোটে থাকার সুবিধে বলে জানা গেছে ওড়িশা পর্যটন দফতর সূত্র থেকে।
ওড়িশাতে আরও বেশি করে পর্যটক আকর্ষণ করতে বেশ কিছু প্রস্তাবে সম্মত হয়েছে নবীন পট্টনায়ক সরকার। বিষয়টি জানিয়েছেন ওড়িশার পর্যটন সচিব বিশাল দেব। উক্ত হাউসবোটগুলি চালানো হবে ব্যক্তিগত মালিকানায়। হাউসবোটের পাশাপাশি পুরীর বাৎসরিক উৎসবের সময় পুরীর সমুদ্রে পাওয়া যাবে সার্ফিং করার সুযোগ। সার্ফিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে পুরীর সমুদ্রে পর্যটকদের সার্ফিং করানোর ব্যবস্থা করা হবে।
রাজ্যের মোট ১৩টি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানো হবে দেশের মধ্যে ওড়িশাকে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরার জন্য। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কোনারক, রম্ভা, দারিংবাড়ি, সমুকা বিচ। পুরীর পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে দেশের অন্যান্য জায়গার মানুষকে অবগত করার জন্য রোড শো-এর ব্যবস্থা করা হবে। আমেদাবাদ, বারাণসী, সুরাট, রায়পুর এবং জয়পুরে এই ধরনের রোড শো-এর আয়োজন করা হবে। ইতিমধ্যেই দিল্লি, কোচি, কলকাতা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে এই ধরণের রোড শো-এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দেশের বাইরে কুয়ালালামপুর, ব্যাংকক, বার্লিন, জাকার্তায় আগামীদিনে ওডিশার পর্যটন বিকশিত করতে রোড শো-এর আয়োজন করা হবে বলেও জানান, বিশাল দেব।