শিশু পোশাক প্রস্তুতকারকদের এক ছাতার তলায় আনা হল

আমাদের নিজেদের পোশাক নিয়ে যত না আগ্রহ, তার চেয়ে বেশি আগ্রহ ছোটদের পোশাক নিয়ে। কারণ ছোটদেরকে বিভিন্ন পোশাকে বিভিন্ন রকমভাবে দেখতে আমরা ভালবাসি। ওদের পোশাকের রকমফের আমাদের মনকে ভালো রাখে। তাই শিশুদের পোশাকের চাহিদাও বেশি। পোশাক নির্মাণের ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই নির্মাণকার্য সম্পন্ন হয়। এই রকম সব কটি ধাপ একত্রে করে এক জায়গায় এনে কমন ফেসিলিটি সেন্টার গঠনে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড ডিলার্স এসোসিয়েশনকে অনুমতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রসিএফসি-তে টেকনোলজি আপগ্রেডেশন, ডিজাইন ট্রেনিং, মার্কেটিং, টার্গেট, ব্র্যান্ডিং-এই পাঁচটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। সোমবার ১৭ ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড ডিলার্স এসোসিয়েশনের তরফে তিনদিনব্যাপী গার্মেন্ট বায়ার্স এন্ড সেলার্স মিট-এর আয়োজন করা হয়েছিল। ডব্লিউবিজিএমডিএ-র বার্ষিক লেনদেনের পরিমান ৩০০০ থেকে ৪০০০ কোটি টাকা। ইতিমধ্যেই বস্ত্র ব্যবসায়ীদের জন্য বারাসতের রিজেন্ট পার্কে গার্মেন্ট পার্ক গঠন করে ২০০ ইউনিটকে গঠন করা হয়েছে। রাজ্য সরকার রাজারহাট-নিউটাউন এলাকায় পাঁচ হাজার একর জমিতে কমন ফেসিলিটি সেন্টার তৈরী করে দেওয়া হবে। এখানে টেকনলজি আপগ্রেডেশন, ডিজাইন, ট্রেনিং, মার্কেটিং টার্গেট, ব্র্যান্ডিং-এই পাঁচটি বিষয়কেই গুরুত্ব দেওয়া হবে। সিএফসি তৈরী করার লক্ষ্যে সংগঠনের অফিস (সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি ও সেক্রেটারি)বেয়ারারদের নিয়ে চলতি মাসেই সরকারের তরফে এক বৈঠক করার কথাও এদিন ঘোষণা করেন অর্থমন্ত্রী।

শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই নয়, ইউরোপ, জাপান, আমেরিকাতেও এই পোশাকের চাহিদা বাড়িয়ে তুলতে হবে। তার জন্য স্টেক  হোল্ডারদের সব রকম সহায়তা করবে রাজ্য সরকার। পোশাক শিল্পে প্রচুর দক্ষ শ্রমিক রয়েছে। সম্প্রতি বারাসাতে ও হাওড়ার দুটি জায়গায় পার্ক গঠন করা হয়েছে। উত্তর-দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, হাওড়ার একটি অংশ নিয়ে পার্ক তৈরী করা দরকার। এগুলি তৈরী হলে আরও কর্মসংস্থান হবে। রাজারহাট-নিউটাউনে শিল্পের পরিবেশ ভালো। সাত বছর ধরে হস্তশিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্ত সুবিধে লাভ করছেন। তিনি ব্যবসায়ীদের রাজ্যে বিনিয়োগের জন্যও আহবান জানান।

এটা শেয়ার করতে পারো

...

Loading...