চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের বিশ্বজয়

 

বিক্রমকে খুঁজে পাওয়া গেল| তার সাথে সাথে ভারত পৃথিবীর চতুর্থতম দেশ হিসেবে চাঁদের মাটি ছুঁলো, এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম পদার্পণ করল|                                                      

        চাঁদের দক্ষিণ মেরুর ঠিক কোথায় বিক্রম নেমেছে তা জানিয়েছে কক্ষপথে থাকা অরবিটার। চাঁদের দক্ষিণ মেরুতে থাকা ল্যান্ডার বিক্রমের থার্মাল ইমেজও সে বেঙ্গালুরুর ইসরোর গ্রাউন্ড কন্ট্রোলরুমে পাঠিয়েছে। ইসরোর চেয়ারম্যান কে শিবন রবিবার দেশবাসিকে এই সুখবর জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও রেডিও সিগনাল অরবিটারের কাছে পৌঁছয়নি বলে কে শিবন জানিয়েছেন। তিনি আশাপ্রকাশ করে বলেছে বিক্রমের সন্ধান যখন পাওয়া গেছে, সে কোথায় নেমেছে তা যখন নির্ধারণ করা গেছে তখন খুব শীঘ্রই তার সঙ্গে যোগাযোগও করা সম্ভব হবে।
গত ৭ সেপ্টেম্বর রাত ১ টা ৫২ মিনিট ৫৪ সেকেন্ডে বিক্রমের নামার কথা ছিল চাঁদের দক্ষিণ মেরুতে। কিন্তু তার ঠিক কয়েক মিনিট আগে
অরবিটারের সঙ্গে যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের। তখন বিক্রমের চাঁদের পিঠ থেকে ২.১ কিলোমিটার  উঁচুতে অবস্থান করছিল। তারপর থেকে অরবিটারে বিক্রম আর কোনও রেডিও সিগনাল পাঠাতে পারে নি।

 
 

এটা শেয়ার করতে পারো

...

Loading...