প্রথম ছবি ছিল ‘বাবার নাম গান্ধীজি’| যা ডিরেক্টর পাভেল-এর অত্যন্ত প্রিয়, তবে প্রথম ছবি নানা আনুসঙ্গিক কারণে রিলিজের হল না পাওয়ায় ছবিটি হিট হয়নি, তবে ডিরেক্টর সেটির রিভিউ পেয়েছিলেন অসাধারণ| তিনি মনে করেন এই ছবিটির মাধ্যমেই সিনেমার জগতে তাঁর প্রবেশের পথ সুগম হয়েছিল| পরবর্তী ছবি ‘রসগোল্লা’| রসগোল্লা-র পর ডিরেক্টর পাভেল আড্ডা দিয়েছিলেন জিয়ো বাংলার পর্দায়| সেখানেই ডিরেক্টরের কথায় এই ছবি তার অনেকটাই প্রত্যাশা পূরণ করেছে| সাধারণ মানুষ এই ছবি পাঁচ-ছয় বার দেখেছে, এমনকি যারা তাঁর প্রথম ছবি দেখতে পাননি তারা ‘রসগোল্লা’ দেখার পর ‘বাবার নাম গান্ধীজি’ দেখেছেন| বিস্তারিত জানতে দেখে নিন ইউটিউবে 'জিয়ো বাংলা' র এই ভিডিওটি|
টলিউড জগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে রসগোল্লার রসের মতো| সবার কাছে তাঁর নাম পরিচিত হয়ে ওঠে রসগোল্লার পর| এবার ডিরেক্টরের নতুন প্রতিভা সামনে এলো| কারণ পরিচালক বলেছেন, বাকি সবার মতোই তাঁর আরো বেশি খ্যাতি চাই, তাই রসগোল্লার রসের পর এবার গানের সুরে মগ্ন হতে চান পাভেল| নিশ্চই বুঝতে পারছেন কিসের কথা বলছি?
ডিরেক্টরকে এবার দেখা গেল সুরকার রূপে! চলতি সপ্তাহের বুধবার রিলিজ হয়েছে টলিউডের নতুন আপকমিং ছবির একটি গান,'সাইয়া রে' যাঁর সুরকার প্যাভেল, সাথে মিউজিক কম্পোজারও| ছবির নাম ‘বাচ্চা শ্বশুর’| এই ছবির আরো দুটি গানও তাঁর লেখা এবং মিউজিক কম্পোজও করেছেন তিনি|
পরিচালক পাভেলের প্রিয় নায়ক কে জানেন? খিলাড়িও কে খিলাড়ি! হ্যাঁ ঠিক ধরেছেন, অক্ষয় কুমার|
তবে প্রিয় নায়কের মতো আর কি কি প্রতিভার খেল দেখাবেন পরিচালক পাভেল? জানতে সাথে থাকুন জিয়ো বাংলার|