“বোলার কিন্তু নো বল করে নি!” এও আবার হয় নাকি। কথাটা অসম্ভব শুনতে লাগলেও এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বিশ্বের পাঁচ জন ফাস্ট বোলার। কারা? জেনে নিন আপনারা
১) কপিল দেব – ভারতের এই মিডিয়াম পেসার ১৩১টি টেস্ট ও ২২৫টি ওয়ান ডে খেলেছে কিন্তু কোনো দিন ও একটাও নো বল করে নি।
২) ইয়ান বোথাম – ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে ইংল্যান্ডের এই অলরাউন্ডার ১০২টি টেস্ট ১১৬টি ওয়ান ডে খেলেছেন কিন্তু একটাও নো বল করেন নি।
৩) ইমরান খান – পকিস্তানের এই ফাস্ট বোলার ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ান ডে খেললেও নো বলের সংখ্যা ০।
৪) ডেনিস লাইলি – অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার তার ক্রিকেট জীবনে ৭৭টি টেস্ট খেলেছেন কিন্তু নো বল একটাও করে নি।
৫) ল্যান্স গিব্বস - এই ক্যারিবিয়ান ফাস্ট বোলার ৩টি ওডিআই এবং ৭৯টি টেস্ট খেলেছে কিন্তু কখনও নো বল করে নি।