নাক দিয়ে রক্ত পড়তে দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। অনেকেই মনে করেন শরীর অত্যধিক গরম হয়ে গেলে নাক দিয়ে রক্ত বের হয়ে আসে। তখনই চলে শরীর ঠান্ডা করার নানা কৌশল। কিন্তু আসলে কি কারণে হয় এই সমস্যাটি চলুন জানা যাক।
প্রতি সাতজনের মধ্যে একজনের এই সমস্যা দেখা দিয়ে থাকে। নানা কারণেই ঘটতে পারে এই অঘটন। আমেরিকার অ্যাকাদেমী অফ অটোল্যারিংগোলজি জানিয়েছে, এই রক্তপাতের কারণ মূলত নাকের মধ্যে থাকা ছোট রক্তজালিকার ছিঁড়ে যাওয়া। নাকের মধ্যিখানে থাকে একটি সেপ্টাম যা নাকের দুইধারের শ্বাসনালীর মাঝখানে অবস্থান করে। এটি নাকের দেওয়াল হিসেবে কাজ করে। সেই পাঁচিলে আঘাত লাগলে অনেকসময় রক্তক্ষরণ হতে পারে। অনেকসময় ধুলো ময়লা লাগার ফলে নাকের অভ্যন্তরীণ অংশ শুষ্ক হয়ে যায়। সামান্য টান লাগলে সেখান থেকে রক্তপাত হতে পারে। নাকের সামনের অংশে থাকা রক্তজালিকাগুলির আক্রান্ত হওয়ার আশংকা বেশি থাকে। ফলে আক্রান্ত ব্যক্তি শুয়ে থাকা বা দাঁড়িয়ে থাকাকালীন এই রক্তপাত টি বেশি ঘটে থাকে। অনেকসময় উচ্চ রক্তচাপের ফলেও নাক থেকে রক্তপাত ঘটতে পারে।
নাক দিয়ে রক্তপাত অবশ্যই একটি আপৎকালীন অবস্থা। হঠাৎ সেই সমস্যার সম্মুখীন হলে কি কি করবেন চলুন জানা যাক। প্রথমেই উচিত একদম প্যানিক না করে শান্ত থাকা। যার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তার উচিত শুয়ে না পড়ে সোজা বসে থাকা। হালকাভাবে নাকে চাপ দিয়ে অতিরিক্ত রক্ত বের করার চেষ্টা করা। নাকের রক্ত বন্ধ করার জন্য প্রথমেই হালকা করে জল টানা উচিত। অতিরিক্ত রক্তপাত বন্ধ করার জন্য নাসারন্ধ্র দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে হবে। ১০ মিনিট অপেক্ষা করার পরও রক্তপাত বন্ধ না হলে নাকের চারপাশে আইসপ্যাক লাগাতে পারেন। যদি নাকের শুষ্কতা থেকে রক্তপাত হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন।