নর্থ ট্যাংরা কালী সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল নর্থ ট্যাংরা কালী সংঘ-এর সদস্যবৃন্দ। সঞ্চালক ইকেবানার সাথে পুজোর আড্ডা @ জিয়ো বাংলা অনুষ্ঠানে হাজির হয়ে ক্লাবের সম্পর্কে নানা কথা আমাদের সাথে ভাগ করে নিলেন ক্লাবের সম্পাদক শ্রী সিদ্ধেশ্বর দলুই, ক্লাবের সহ সম্পাদক শ্রী টিংকু নস্কর এবং এই বছরের থিম শিল্পী তথা ক্লাবের সভাপতি শ্রী মনোজিৎ মন্ডল। তারা জানালেন, এই বছর তাদের পুজো পদার্পন করলো ৩৬ তম বছরে।

যথারীতি অন্য ক্লাবগুলির মতো থিম পুজোর হাত ধরেই হাঁটছে এই ক্লাব। 'জলের বড় কষ্ট, করোনা জলের নষ্ট' ট্যাগলাইন নিয়ে এইবারের মণ্ডপসজ্জা করতে চাইছেন শিল্পী। চারদিকের জলসংকটকেই তুলে ধরা হচ্ছে থিমের মাধ্যমে। শিল্পী জানালেন এর সাথে সাথে টায়ার, টিউব, প্লাস্টিকের বোতল প্রভৃতি জিনিসের পুনর্ব্যবহার কিভাবে করা যায় তার খোঁজও থাকছে এই মণ্ডপটিতে। বাঁশ, ত্রিপল দিয়ে মণ্ডপটি তৈরী হলেও মণ্ডপটিকে এক অন্যমাত্রা দিতে চলেছে মণ্ডপের ভিতরে থাকা ১৫ ফুটের একটি গ্লোব। জানা গেছে, থিমের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরী করছেন প্রতিমাশিল্পী শ্রী সমরেশ পাল

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রগতি ময়দান থানার তরফ থেকে পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও ফায়ার প্রটেকশন, জলের ব্যবস্থা এইসব তো রয়েছেই। ক্লাবের সদস্যদের বক্তব্য, পঞ্চমী থেকে নবমী প্রতিদিন ভোগের ব্যবস্থা থাকলেও নবমীতেই মায়ের চরণে উৎসর্গ করা হয় মহাভোগ। জলের সংকটের সময় ঠিক কতটা সচেতনতার বার্তা দিতে পারলো এই ক্লাব তা জানতে হলে এই পুজোটি কিন্তু দেখতেই হবে। দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রো-তে উঠে নামতে হবে এস্প্লানেড মেট্রো, সেখান থেকে বাসে করে ২ নম্বর এনটালী ব্রিজের নিকটে অবস্থিত এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...