এবার মুক্তারাম বাবু স্ট্রিটের নাম বদল, কোন সাহিত্যিকের নামে রাস্তার নাম বদল হল?

১৩৪, মুক্তারাম বাবু স্ট্রিট। এই ঠিকানাটি উত্তর কলকাতার দিকে রয়েছে। বর্তমানে এইখানে এলে চোখে পড়বে একটা ভাঙাচোরা বাড়ি। সেই বাড়ি ঢুকলেই দেখা যাবে চারপাশ দিয়ে খসে পড়ছে পলেস্তারা। সেই বাড়ির নাম হল ক্ষেত্র অ্যান্ড কোম্পানি। তবে বাড়ির এই নাম ছাড়াও রয়েছে আরও এক নাম ‘ক্ষেত্র কুঠি মেসবাড়ি’।  

এবার বুঝতেই পারছেন এই বাড়িটির কথা? এই মেসবাড়ির দোতলায় মাঝের ঘরটাতেই থাকতেন শিবরাম চক্রবর্তী। এখানেই তিনি নিজের বেশিরভাগ সময়টা কাটয়েছেন।

শিবরাম চক্রবর্তীর নাম শোনেননি এরকম খুব কম মানুষই রয়েছেন বাংলায়। কলকাতা শহরেই থাকতেন তিনি। তাই কলকাতা শহরে তিনি খুবই জনপ্রিয় একজন লেখক।

657b22169e2ef-20231214-144109261-16x9_11zon (1)

“মুক্তারামে থেকে তক্তারামে শুয়ে শুক্তারাম খেয়ে আমি শিবরাম!” — নিজের লেখা দিয়েই এই বাড়ির কথা তিনি বলে গেছেন সকলকে। এছাড়া তাঁর লেখালিখির অধিকাংশ এই মুক্তারাম বাবু স্ট্রিটের মেস বাড়িতে বসে করছেন শিবরাম। 

এবার কলকাতা পুরসভা লেখককে শ্রদ্ধা জানাতেই সেই মুক্তারাম বাবু স্ট্রিটের নাম বদল করছে। সেই স্ট্রিটের এবার নাম হবে ‘শিবরাম চক্রবর্তী স্ট্রিট’। চলতি বছরের ১৩ই ডিসেম্বর, বুধবার ১২১তম জন্মদিন ছিল লেখক শিবরামের। জানা গিয়েছে এই বিশেষ দিনেই বিশেষ ঘোষণাটি করল পুরসভা। 

কলকাতা পুরসভা সূত্র থেকে জানা গিয়েছে যে পুরসভার কাছে এই রাস্তার নাম বদলের প্রথম প্রস্তাব দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর প্রস্তাবে খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্মতি দেন। তারপরেই সর্বসম্মতিক্রমে এই রাস্তার নাম বদলের প্রস্তাবটি পাশ হয়ে যায়।

একই সঙ্গে জানা গিয়েছে রাজ্য শিশু কিশোর অ্যাকাডেমির নাম সাহিত্যিকের নামে করার জন্য প্রস্তাব পাঠাচ্ছে পুরসভা।

বর্তমানে ‘ক্ষেত্রকুঠি’কে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। তবে সূত্র থেকে জানা গিয়েছে যে এবার শিবরামের মেস বাড়িটিকে সংগ্রহশালা বানানোর প্রস্তাব দিয়েছে কলকাতা পুরসভা। তবে, কতদিনের মধ্যে এই প্রস্তাবগুলি সম্মতি পাবে সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার সকল বাসিন্দারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...