২৪ পরগনার হাবড়া-১, হাবড়া-২, গাইঘাটা, বনগাঁ, বারাকপুর, অশোকনগর, সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতিতে উল্লিখিত এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য ১০০ টি অটোরিকশো নিয়ে প্রচার চালাতে এই জেলার জেলাশাসককে রাজ্যের স্বাস্থ্য সচিব এস কে দ্বিবেদী নির্দেশ দিয়েছেন। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তাকে এই সচেতনতার প্রচারে জেলা শাসককে সবরকম সাহায্য করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এক মাস জুড়ে এই প্রচার এবং মাইকিং চলবে।
প্রত্যেক বছরই দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার এই অঞ্চলটাতে বর্ষার পর পরই ডেঙ্গুর প্রকোপ বাড়ে। এর ফলে প্রচুর মানুষ বিপদে পড়েন। এই বছরও তার ব্যাতিক্রম হয়নি। এবার বর্ষার শুরুতেই উত্তর ২৪ পরগনার হাবড়া, বনগাঁ, অশোকনগর, বারাকপুর সহ বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর চাইছে পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়ার আগেই এই রোগটাকে নিয়ন্ত্রনে নিয়ে আসতে। তাই গত ১৭ অগাস্ট থেকে এই সব এলাকার সব কটি ব্লকে অটোরিকশো নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। এই প্রচার আরও বাড়াতে নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। প্রতিটি অটোতে কি করে ডেঙ্গু রুখতে হবে, তার জন্য কি ব্যবস্থা নিতে হবে, নর্দমা, বা অন্যান্য কোনো উন্মুক্ত জায়গায় জল জমতে না দেওয়ার মতো বিষয়ের প্রতি যত্নবান হতে নাগরিকদের কাছে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি জ্বর হলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডাক্তার দেখাতে ও রক্ত পরীক্ষা করাতে বলা হচ্ছে।
এই কাজে সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির ভেক্টর কন্ট্রোল ও কনজারভেন্সি বিভাগকে সক্রিয় ভাবে প্রচার কাজে নেমে পড়তে নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব। রাজ্য সরকার চাইছে, এই বছর যেন কোনোও ভাবে উত্তর ২৪ পরগনার উল্লিখিত অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ গত বারের মতো ভয়াবহ আকার না নিতে পারে। তাই আগাম এই সতর্কতামূলক ব্যবস্থা নিতে সরকার উদ্যোগী হয়েছে।