ঘুমের ঘোরে লটারি পেয়েছেন, পেয়েছেন সোনার সন্ধান, কিন্তু যদি সত্যি সত্যি রাস্তায় এসব ছড়িয়ে থাকতো তাহলে! তাহলে বলবো এ আর স্বপ্ন নয়। সত্যি সত্যি রাস্তায় ছড়িয়ে আছে হীরে। ভাবছেন এমন হয় না কি? হয়। সেই সন্ধান দেব আজ।
বলছি জার্মানির এক বিস্ময় বাভারিয়া প্রদেশের ছোট্ট শহর নর্ডলিঙ্গেনের কথা। এই শহরেই ছড়িয়ে আছে এক আশ্চর্য রহস্য। জানা গেছে, প্রায় ১২০০ বছরের পুরোনো এই শহরে ছড়িয়ে আছে ৭২ হাজার টন হীরে। কিন্তু এই হীরের সন্ধান সূত্র কি?
১৯৬০ সালে মহাকাশ বিজ্ঞানী ও ভূতাত্ত্বিকরা পরীক্ষা করে দেখেন আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দিয়ে নয় অতিকায় উল্কার প্রভাবে এই শহরের শিলা তৈরি হয়েছে। ১৫ মিলিয়ন বছর আগে ৩ বিলিয়ন টনের একটি উল্কা সেকেন্ডে প্রায় ১৫.৫ মাইল বেগে আছড়ে পড়েছিল এই জায়গায়। এই সংঘর্ষের ফলে যে বিপুল তাপ ও চাপের সৃষ্টি হয় তাতেই শিলার প্রকৃতি বদলে যায়। আর নতুন তৈরি হওয়া শিলাকে ভূতত্ত্বিকরা বলেন সাবনাইট।
সাবনাইট শিলার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হীরে। আর গবেষণা বলছে ১৫ মিলিয়ন বছর আগে যে সংঘর্ষ ঘটেছিল তাতে ৭২ হাজার টনের বেশি হীরে সৃষ্টি হয়েছিল। তবে সেই সব হীরের গঠন অতি সূক্ষ্ম কিন্তু নিঃসন্দেহে বিপুল অর্থমূল্যের। আজও সন্ধান মিলছে এমন হীরের। প্রকৃতির নিয়মে পথে-ঘাটে হীরে পাওয়া আর স্বপ্ন নয়, ঘোরতর বাস্তব।