মৃত্যুর গুজব ছড়ালো বলিউড নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফতেহির। হঠাৎই সমাজমাধ্যমে অভিনেত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পরে। বলা হয়, ‘বাঞ্জি জাম্পিং’ করতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে ওঠে তাঁর অনুরাগীমহল।
নোরা ফতেহি বলিউড ইন্ডাস্ট্রির এক অন্যতম ব্যস্ত তারকা। জন্মসূত্রে তিনি কানাডার বাসিন্দা হলেও বলিউড তাঁর গুণে মুগ্ধ। বিগত ১০ বছর ধরে একাধিক আইটেম ডান্স ও অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের দায়িত্বও সামলেছেন নোরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্স প্রায় ৭ কোটি। এমন জনপ্রিয় নায়িকার হঠাৎ মৃত্যুর খবরে রীতিমত অবাক বনে গেছিল তাঁর ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় নোরার মৃত্যু সংবাদের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গেছে, অচৈতন্য অবস্থায় এক মহিলা একটি খাদের ধারে ঝুলছেন। অনেক দূর থেকে ভিডিয়োটি তোলায় মহিলার মুখ ছিল অস্পষ্ট। সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘বলিউড অভিনেত্রী নোরা ফতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’’ কিন্তু পরে জানা যায়, এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওর মহিলা অন্য এক ব্যক্তি।
এই খবর ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন নোরার সহযোগী দলও। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, নোরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।