পশ্চিম বঙ্গে করোনার ছড়িয়ে পড়া রুখতে রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিস্থিতি নিয়ে ফোনে কথা হয় দুজনের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয় দফা পরামর্শ দিয়েছেন অভিজিৎ। সোশ্যাল মিডিয়াতেও সে কথা উল্লেখ করেছেন তিনি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ২২। মৃত ২।
তিনি জানিয়েছেন, প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে করোনা সম্পর্কে সচেতন থাকতে হবে। ভাইরাস সংক্রমন রাতারাতি আটকানো সম্ভব নয় এটা ধরে নিয়েই এগোতে হবে। আক্রান্ত ব্যক্তি যাতে রোগ লুকিয়ে না রাখেন। স্বাস্থ্য কর্মী দের মাধ্যমেই সরকারের উচিত নজরদারি চালানো। গ্রামীন এলাকায় যেসব স্বাস্থ্য কর্মীরা কাজ করেন তাদের প্রশিক্ষণ দিতে হবে। জনস্বাস্থ্য রিপোর্ট জমা দিতে পারে তারাই। এই রিপোর্ট দ্রুত এবং দক্ষতার সঙ্গে সংগ্রহ করতে হবে। যার ভিত্তিতে দেশে করোনার সামগ্রিক পরিসংখ্যান গ্রাফ তৈরি হতে পারে।
ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীদের নিয়ে মোবাইল চিকিৎসা টিম তৈরি করতে হবে। এই টিম যাতে সমস্ত রকম সরকারি বেসরকারি হাসপাতাল, চিকিৎসা পরিকাঠামো ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে। সরকারি সুরক্ষা প্রকল্পএর সুবিধা যাতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি পায় তার খেয়াল রাখতে হবে সরকারকে।
তিনি জানান, করোনার প্রতিষেধক না পাওয়া পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যেতে হবে সরকারকে। প্রতিষেধক পাওয়া গেলেও সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামো কে শক্তিশালী করা খুবই জরুরি।