গণিতে নোবেল পেলেন ভারতের অক্ষয় ভেঙ্কটেশ

‘অঙ্ক’ শুনলেই আমাদের অনেকেরই মনে ভীতি তৈরী হয়| স্কুলে পড়াকালীন এই একটি বিষয় আমাদের অনেকেরই রাতের ঘুম কেড়েছে, কিন্তু জানেন কী এবার গণিতের জন্য নোবেল পেলেন এক ভারতীয় বংশদ্ভুত অক্ষয় ভেঙ্কটেশ| যা ভারতীয়দের জন্য এক গর্বের খবর| এই ভারতীয় একজন প্রবাসী| সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে জিওমেট্রি, অ্যারিথমেটিক, নম্বর থিওরি প্রভৃতিতে অবদানের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হল এই ফিল্ডস মেডেল| যা গণিতের নোবেল হিসাবেই বিবেচিত হয়| এই পুরস্কার চার বছর অন্তর দেওয়া হয়ে থাকে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...