ভ্রমণপিপাসু ব্যক্তিদের জন্য তথা ব্যবসায় ইচ্ছুকদের জন্য খুশির খবর শোনালেন ব্রাজিলের প্রেসিডেন্ট খেয়ার বলসোনারো। ব্রাজিল যেতে এবার থেকে আর ভিসা নিয়ে চিন্তা করতে হবেনা। ভিসা ছাড়াই ব্রাজিল যাওয়া যাবে।
বৃহস্পতিবার তিনি তাঁর চীন সফরে এমন খবরই শোনালেন। শুধু ভারতই নয়, চীন সফরে সেখানকার বাসিন্দাদের জন্যেও এমন খুশির খবরই শুনিয়েছেন বলসোনারো। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের গোড়ায় ব্রাজিলে শাসনক্ষমতা দখল করেন তিনি। ক্ষমতায় আসার পর থেকেই তিনি বেশ কয়েকটি উন্নত দেশ থেকে কড়া ভিসা প্রক্রিয়া শিথিল করার সিদ্ধান্ত নেন। বিশেষজ্ঞ মহলের অভিমত, পর্যটন ও বাণিজ্যে বিদেশী বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যেই এই নীতি গ্রহণ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ইতিমধ্যেই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার পর্যটক এবং ব্যবসার সঙ্গে যুক্ত নাগরিকদের বিনা ভিসায় ব্রাজিলে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওই সমস্ত দেশ ব্রাজিলের নাগরিকদের জন্য এমন কোনও ছাড়ের কথা ঘোষণা করেনি।