সামনেই লোকসভা নির্বাচন আর তাই ক্রীড়া জগতে রাজনৈতিক মতবিরোধ বা অশান্তি যাতে না হয় তার জন্য আইপিএল সম্প্রচারকারি সংস্থাকে নির্বাচন জনিত সকল অ্যাড থেকে বিরত থাকার আদেশ দিল বিসিসিআই। সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় তারা। বিসিসিআই আরও জানান যে শুধু আইপিএল-ই নয় নির্বাচনের আগে সম্প্রচারকারি সংস্থা অধীনে থাকা কোনও বাইল্যাটারাল সিরিজ, আন্তর্জাতিক ও টি-২০ টুর্ণামেন্টে নির্বাচনের কোনও রকম অ্যাড দেখানো যাবে না। আগামি ২৩শে মার্চ শুরু হতে চলেছে আইপিএল। মিডিয়া রাইটস এগ্রিমেন্টের অধীনে থাকা ক্লস ৮.৬(বি) অনুসারে কোনও খেলা চলাকালিন সম্প্রচারকারী সংস্থার কাছে কিছু রাজনৈতিক অ্যাডভারটাইসমেন্ট দেখানোর ছাড়পত্র থাকলেও তা খারিজ করে দেয় বিসিসিআই। তাই আইপিএলের মত অর্থ সাপেক্ষ টুর্ণামেন্টের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্ত নিয়ে কিছুটা চিন্তায় সম্প্রচারকারী সংস্থা।