আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নয়া বিপ্লব। বদলে যাবে ১৪২ বছর পুরোন ধারা। সেই ১৮৭৭ খেলা হয় প্রথম টেস্ট। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই দিন থেকে আজ অবধি দর্শকরা যেটা দেখে এসেছে তা হল দুই পক্ষই সাদা জার্সি পড়ে ময়দানে নামছে। এবার বদল হবে সেই ধারাতেই। খেলোয়াড়দের জার্সি আর সম্পূর্ণ সাদা থাকবে না।
জার্সিতে এবার থেকে থাকবে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর। যদিও বা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এই আর্জির আইসিসি কোনও চুড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, আগামি আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই তা কার্যকর করা হবে বলে সুত্রের খবর। প্রসঙ্গত, এমসিসি-র একটি নিরীক্ষা থেকে জানা গেছে যে ওখানকার ৮০ শতাংশ মানুষ টেস্ট ক্রিকেট দেখা বেশি পছন্দ করে, তাই ৫ দিনের এই ম্যাচকে আরও আকর্ষনীয় করে তোলার জন্যই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নেয়। সব কিছু ঠিক থাকলে আগামী আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপেই এই পরিবর্তন কার্যকর করা হতে পারে বলে জানা গেছে।