বিগত ৫টি ম্যাচে হতাশ করা পারফরম্যেন্সের জন্য এক সময় ১ নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স নেমে গেছে ৬ নম্বরে। তবে সমর্থকদের এই হতাশাকে আরও উস্কে দিল আইপিএল কর্তৃপক্ষ। ২০১৯ আইপিএলের প্লে অফসের কোনও ম্যাচ পাচ্ছে না স্বর্গদ্যান ইডেন। সোমবার আইপিএলের প্লে অফের চূড়ান্ত সূচি প্রকাশ করে, তা জানান আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের নিয়ম অনুযায়ী শেষ বারের চ্যাম্পিয়নদের মাঠেই হয় প্লে অফসের ম্যাচ। আর গতবার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। সেই মত প্লে অফসের ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল চিপকেই। কিন্তু সেই রীতির বদল করতে বাধ্য হল আইপিএল কর্তৃপক্ষ। চিপকের বদলে এবার ফাইনালের আয়োজন করা হচ্ছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। প্রসঙ্গত, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন তাই তামিল নাড়ুতে নির্বাচন চলাকালীন প্রশাসন খেলোয়াড়দের যথাযথ সুরক্ষা দিতে পারবে না বলেই, এহেন সিদ্ধান্ত নিতে বাধ্য হল কর্তৃপক্ষ। তাছাডা়ও, পরিকাঠামো জনিত সমস্যার দরুণ চিপকের তিনটে গ্যালারি পুরো ফাঁকা রাখতে হয়েছে কর্তৃপক্ষকে। তিনটি গ্যালারি বন্ধ থাকার ফলে প্লে-অফের ম্যাচগুলির টিকিট বিক্রির মাধ্যমে বিসিসিআইয়ের আয় অনেকটাই কমে যাবে বলেও এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। তার ফলস্বরুপ খেলা ইডেনে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা ছিল, যা কার্যকর হল না। ১২ মে হায়দ্রাবাদেই আয়োজিত হবে ফাইনাল। তবে ফাইনালের স্থান পরিবর্তন হলেও প্রথম কোয়ালিফায়ার খেলা হবে চেন্নাই তে। খুব সম্ভবত ঘরের মাঠেই কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবেন ধোনিরা, যদি তারা এক বা দুই নম্বরে শেষ করে তাদের লিগ যাত্রা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ আয়োজিত হবে ৭ই মে।