আগামিকাল থকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখেমুখি রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। তবে তার আগেই দুঃসংবাদ পাকিস্তান বাসিন্দাদের। পাকিস্তানে আইপিএলের সরারসরি সম্প্রচার দেখানো যাবে না, এমনটাই জানান পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধরে। সুত্রের খবর অনুযায়ী পুলওয়ামা কান্ডের প্রতিবাদ জানাতে ভারতে, পাকিস্তান প্রিমিয়ার লিগের সম্প্রচার মাঝ পথেই বন্ধ করে দেয় সম্প্রচারকারী সংস্থা। তারই জবাব দিতে এহেন সিদ্ধান্ত নেয় পাক প্রশাসন। সেই বিষয় জানাতে গিয়ে ফাওয়াদ আহমেদ জানান যে রাজনীতির সাথে ক্রীড়া কে কখনও মেলানো উচিত নয় কিন্তু ভারত তাই করেছে। তাই পাকিস্তান এহেন সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এর আগেও ওডিআইতে আর্মি ক্যাপ পরে নামার জন্য আইসিসির কাছে নালিশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে সেই নালিশ আইসিস খারিজ করে দেয়। যাই হোক পাক বাসিন্দারা যে আইপিএলের আমেজ অনুভব করতে পারবে না তা স্পষ্ট জানিয়ে দেয় ফাওয়াদ আহমেদ।