সামনের আইপিএল এ দেখা যাবেনা উদ্দাম নাচ-গান। সৌজন্যে নতুন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই সভাপতি পদে আসন গ্রহণ করার শুরুর সময়েই তিনি বলে দিয়েছিলেন ভারতীয় খেলার তথা খেলোয়াড়দের উন্নতির জন্য তিনি গুরুত্ব দেবেন। এদিনের সিদ্ধান্ত তারই প্রকাশ বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, মুম্বইয়ে যে আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠক হয়, তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এবারে হলিউড বা বলিউডের কোনও তারকা উদ্বোধনী ম্যাচে অংশগ্ৰহণ করবেনা। চোখ ধাঁধানো জমকালো অনুষ্ঠান দিয়ে এবারে শুরু হবেনা আইপিএল-এর উদ্বোধন। পরিসংখ্যান-এ দেখা গেছে, গতবছর আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে খরচ হয়েছিল প্রায় ৩০ কোটি টাকা। বর্তমান ভারতীয় বোর্ডের কর্তারা মনে করছেন সেই বিপুল পরিমান টাকা শুধুমাত্র অর্থের অপচয় হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ওই টাকা খরচ না করে ক্রিকেটের পেছনে সেই টাকা যদি খরচ করা হত, তাহলে ক্রিকেটের জন্য অনেক লাভ হত। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা ও নিচুতলার ক্রিকেটের মান-উন্নয়নের দিকে নজর রেখেই বিসিসিআই চলবে বলে জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আশা করা যায়, সেই পথেই এগোবে বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেটের যথার্থ অর্থেই উন্নতি হবে আগামী দিনে।