দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হতে চলেছে ভগিনী নিবেদিতার বাড়ির দ্বার

আর কিছুদিনের মধ্যেই সেখানে উদ্বোধন হতে চলেছে এক ঐতিহ্যশালী ভবনের| শহরের বুকে ভগিনী নিবেদিতার স্মৃতিবিজরিত বাড়িটি এবার ঘুরে দেখার সুযোগ পেতে চলেছেন সাধারণ মানুষ| জানা গেছে, চলতি মাসের মাঝামাঝি থেকে সাধারণ মানুষদের জন্য দ্বার উন্মুক্ত হবে এই ভবন তথা সংগ্রহশালাটির|

গিরিশ অ্যাভিনিউ-এর খুব কাছেই রয়েছে মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতার এই বাড়ি| ২০১৩ সালে এই বাড়িটি রামকৃষ্ণ সারদা মিশনের হাতে তুলে দেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এরপরেই কলকাতা পুরসভার হেরিটেজ কমিটি, রামকৃষ্ণ মিশন এবং ভারতীয় পুরাতত্ব বিভাগের তত্বাবধানে সংস্কার হয় বাড়িটির| জানা গেছে, এই বাড়িটির কিছু অংশ দোতলা এবং কিছুটা একতলা| প্রায় চার বছর ধরে সংস্কার করা হয় বাড়িটির| বর্তমানে, এই বাড়িটিতে নিবেদিতার জীবন ও সমাজ সংস্কারের বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয়েছে ডিজিটাল প্রযুক্তির হাত ধরে|

বর্মা-সেগুন কাঠের দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করা মাত্রই দর্শনার্থীদের হাতে দেওয়া হবে একটি অডিও গাইড যন্ত্র| হেডফোন সংযুক্ত করলেই সেখানে বাংলা ও হিন্দি ভাষায় শোনা যাবে এই সংগ্রহশালার বিভিন্ন ঘরের বিবরণী| এই বিবরণী শুনেই দর্শনার্থীরা যেতে পারবেন নিবেদিতার পড়ার ঘর, বারান্দা, ঠাকুর দালান, অন্দরমহলসহ বিভিন্ন ঘরে| প্রতি ঘরকে এক একটি গ্যালারি হিসেবে তৈরী করা হয়েছে| সেখানে ঢোকার মুখেই থাকছে দেওয়ালে টাঙানো একটি কিউআর কোড| সেই কোড হাতে থাকা কিউআর স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই শোনা যাবে সেই ঘরের বৈশিষ্ট্য| আবার বেশ কয়েকটি গ্যালারিতে ঢুকে ডিজিটাল স্ক্রিনে আঙুল ছোঁয়ালেই সেখানে ফুটে উঠবে নিবেদিতার জীবন থেকে শুরু করে নানা সময়ের তার জীবনের কাটানো বেশ কিছু ইতিহাসের কথা|

এই বাড়ির দায়িত্বে থাকা প্রবাজিকা অশেষপ্রাণা জানিয়েছেন, আগামী ১৫ মার্চ উদ্বোধন হবে এই বাড়ির| তারপরেই ২০ মার্চ থেকে এই বাড়ির দ্বার উন্মুক্ত হবে সাধারণ মানুষের জন্য| সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রবিবার খোলা থাকবে এই সংগ্রহশালা| প্রথম কয়েকমাস চলার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি| নিবেদিতা সংগ্রহশালা সূত্রের খবর, সাধারণ মানুষের জন্য ৫০ টাকা এবং স্কুল পড়ুয়াদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা| একইসঙ্গে ২০ জন ঢুকতে পারবেন এই সংগ্রহশালায়| জানা গেছে, সপ্তাহের এই তিনটি বিশেষ দিনে সংগ্রহশালাটি খোলা থাকবে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...