নতুন ভারতে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নীতি আয়োগ প্রতিবেদন প্রকাশ করবে

আগামী সোমবার নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে নীতি আয়োগ নতুন ভারতে স্বাস্থ্য ব্যবস্থা, কাঠামো গঠন, সংস্কারের সম্ভাব্য রূপরেখা শীর্ষক বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে। আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার প্রতিবেদনটি প্রকাশ করবেন। উল্লেখ করা যেতে পারে, গত বছর ডেভেলপমেন্ট ডায়ালগ নিয়ে জাতীয় স্তরে আয়োজিত কর্মশিবিরের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলোর সমন্বয়ে এই প্রতিবেদন রচিত হয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস তথা একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

                  উল্লেখ্য, নীতি আয়োগ গত বছরের ৩০ নভেম্বর নতুন ভারতে স্বাস্থ্য ব্যবস্থা, কাঠামো গঠন, সংস্কারের সম্ভাব্য রূপরেখা নিয়ে একাধিক কর্মশিবির আয়োজনের সূচনা করেছিল। উদ্দেশ্য ছিল, নতুন ভারত গঠনের লক্ষ্যে আলাপ-আলোচনা এবং তর্ক -বিতর্কের মধ্যে দিয়ে উন্নয়নমূলক উদ্যোগগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

                  স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে জড়িত বিভিন্ন ঝুঁকি, এবং স্বাস্থ্য ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ সম্পর্কে বেশ কয়েকটি অসম্পূর্ণ বিষয়কে একসঙ্গে এনে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি উল্লেখ করা হয়েছে নীতি আয়োগের এই প্রতিবেদনে। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি এবং ভবিষ্যতে দেশের সামনে যে সমস্ত চ্যালেঞ্জগুলি আছে, তার মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে আন্তরিক যে প্রয়াস হয়েছে, সেগুলির ওপর প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে সরকারি স্বাস্থ্য ক্ষেত্র থেকে সংগৃহিত বিভিন্ন তথ্য এসিসিইএসএস এবং বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্র থেকে সংগৃহিত তথ্য পিডব্লিউসি নামে একটি সংস্থা থেকে পাওয়া গেছে। যে সমস্ত সংগঠন এবং যে বিশেষজ্ঞরা এই তথ্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন, তাদের সকলকে নীতি আয়োগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...