প্যারিস প্যারালিম্পিকসে ভারতের সোনালি সাফল্য: নীতেশ কুমার ও সুমিত আন্টিল জিতলেন সোনা

প্যারিসে ফের সোনা জয়ের উচ্ছ্বাস ভারতের। সোমবার প্যারালিম্পিক্সে দেশের জন্য দুটি সোনা এনে দিলেন ব্যাডমিন্টনের নীতেশ কুমার ও জ্যাভেলিনে সুমিত আন্টিল।

২৬ বছর বয়সী সুমিত আন্টিল, যিনি টোকিও প্যারালিম্পিক্সে ‘এফ ৬৪’ ক্যাটাগরিতে সোনা জিতেছিলেন, প্যারিসে একই সাফল্য ধরে রাখলেন। টোকিও প্যারাঅলিম্পিক্সে তিনি ৬৮.৫৫ মিটার ছুড়ে প্রথম হয়েছিলেন। সেটাই ছিল গেমস রেকর্ড। সোমবার রাতে তিনি জ্যাভেলিনে দুইবার গেমস রেকর্ড ভাঙেন—প্রথম থ্রোতে ৬৯.১১ মিটার এবং দ্বিতীয় থ্রোতে ৭০.৫৯ মিটার। এরপরই সোনা নিশ্চিত হয়ে যায় তার।

সাত বছর বয়সে বাবাকে হারানোর পর সুমিত স্বপ্ন দেখতেন কুস্তিগির হওয়ার। কিন্তু ১৭ বছর বয়সে বাইক দুর্ঘটনায় বাঁ পা হারিয়ে তাঁর স্বপ্ন ভেঙে যায়। এরপর কৃত্রিম পা নিয়ে জ্যাভেলিন হাতে ফিরে আসেন ও সফলতা অর্জন করেন।

অন্যদিকে, হরিয়ানার ২৯ বছর বয়সী নীতেশ কুমার ব্যাডমিন্টনে ভারতের হয়ে সোনা জিতেছেন। ২০০৯ সালে ট্রেন দুর্ঘটনায় পা হারানো নীতেশ মান্ডি আইআইটি থেকে গ্র্যাজুয়েট হন। কিন্তু ব্যাডমিন্টন তাকে পরিচিতি এনে দেয়। প্যারিস অলিম্পিক্সে তার বিপক্ষে ছিলেন গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেল। প্রথমবার প্যারালিম্পিক্সে সুযোগ পেয়েই নীতেশ ভারতের জন্য সোনা এনে দিল। এবিষয় পরবর্তী প্রজন্মকে আরও উৎসাহ জোগাবে। জয়ের পরে নীতেশ বলেছেন, ‘আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। এবার শুধু জিততে চাই। এই সোনা জয়টা তারই একটা পদক্ষেপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...