গ্রাহকদের সামনে প্রকাশ্যে এল নিসানের কাশকাই এসইউভি! কী নতুন ফিচার রয়েছে এই গাড়িতে?

বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ি ও বাইকের বাজার রয়েছে ভারতে। প্রতিবছরই গ্রাহকদের জন্য একাধিক নতুন ফিচার নিয়ে এসে নতুন নতুন গাড়ি লঞ্চ করছে বাজারে। শুধু ছোত গাড়ি নয়, দেশ জুড়ে চাহিদা বেড়েছে বড় SUV-র। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার ভারতের বাজারে নতুন SUV গাড়ি লঞ্চ করেছে নিসান (Nissan) মোটরস।

এবার নিসান গ্রাহকদের সামনে প্রকাশ্যে আনল কাশকাই এসইউভি-র সমস্ত তথ্য।  

বৈদ্যুতিক আরিয়ার সাথে তাল মিলিয়ে আনতে এবার নতুন চেহারায় আসতে চলেছে নিসান কাশকাই। জানা গিয়েছে এই এসইউভি গাড়িটি, ২০২২ সালে যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত গাড়ি। এরপর ২০২৩ সালে তীক্ষ্ণ লাইন এবং জাপানি সামুরাই হেলমেটের দ্বারা অণুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই গাড়িটি।

জানা গিয়েছে এই কাশকাই গাড়ির সামনে থেকে শুরু করে নতুন ফিচার রয়েছে। এই গাড়িতে লাইটের ক্লাস্টার V আকারে তৈরি করা হয়েছে। এছাড়া এটি শীর্ষে একটি LED DRL দিয়ে করা, ফলে হেডল্যাম্প  আলাদা করা হয়েছে এবং নীচের DRLটিকে একটি বডি-রঙের উপাদান করে আলাদা করা হয়েছে।  

এছাড়া কাশকাই এইউভিতে সাধারণ নিসান-এর মতো সামনের প্রোফাইল রয়েছে যা ভি-মোশন গ্রিল নামে সম্পূর্ণ। এটি তীক্ষ্ণ হেডলাইট সেটআপ দ্বারা অ্যাংব্রো-ব্রো LED DRLs দ্বারা সংলগ্ন। এছাড়া ধারালো ক্রিজ এবং একটি ঢালু ছাদ লাইন রয়েছে গাড়িতে। এছাড়া স্টাইলিশ ডুয়াল-টোন অ্যালয় হুইল (ইউরোপীয় বাজারে 20-ইঞ্চি পর্যন্ত) রয়েছে। এছাড়া একটি প্রিমিয়াম রোড রয়েছে। 

নিসান আরও জানিয়েছেন যে এই গাড়িটি দক্ষতা এবং ঘূর্ণায়মান পরিমার্জন উন্নত করা হয়েছে। জানা গিয়েছে এই কাশকাই গ্রাহকদের টার্বো পেট্রল ইঞ্জিন দেবে। এছাড়া এই গাড়িতে থাকছে একটি 12 ভোল্টের মাইল্ড হাইব্রিড ইঞ্জিন, যা 140hp এবং 150hp-র মধ্যে থাকবে এবং 190hp ই-পাওয়ার ফুল হাইব্রিডে চলবে বৈদ্যুতিক গাড়ি।

নিরাপত্তার ব্যবস্থাও করেছে কাশকাই, যা আগের থেকে অনেক বাড়িয়েছে নিসান। এই গাড়িতে থাকবে Nissan Connect অ্যাপটি, যা লাইভ ট্র্যাকিং প্রদান করে। ফলে, গাড়ি চুরি হোক কিংবা বীমাকারী এবং কর্তৃপক্ষ সতর্ক করতে ব্যবহার করা যেতে পারে এই অ্যাপটি। এছাড়া একটি ঐচ্ছিক সাবস্ক্রিপশনের মাধ্যমে রিমোট ইমোবিলাইজেশনও অফার রয়েছে, যা একটি কল সেন্টারকে পুলিশের সাথে সমন্বয় করার অনুমতি দেয় একটি গাড়িকে চলাচলে থামাতে।

এখানেই শেষ নয়, এই গাড়িতে থাকছে একটি 9 ইঞ্চের টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 10.8 ইঞ্চের হেড-আপ ডিসপ্লে ও ভয়েস কমান্ডের মতো বেশ কিছু ফিচার।

আরও জানতে চান এই নিসানের কাশকাই এসইউভি গাড়ির ব্যপারে? তাহলে আর দেরি করবেন না। এখনই যোগাযোগ করুন এই ডিলারদের সাথে।

  • অটোর‍্যালি নিসান কলকাতা- শোরুম রয়েছে কলকাতা, কল্যাণী, সোদপুর এবং হাওড়া। কল করুন এই নম্বরে- +91 81020 20000.

ব্যানার্জী নিসান- শোরুম রয়েছে দুর্গাপুরে। কল করুন এই নম্বরে- +91 81700 00401.

এটা শেয়ার করতে পারো

...

Loading...