মানুষের চাহিদা পূরণ করতে পেরেছে নিসান ম্যাগনাইট কম্প্যাক্ট

ভালো সময় যাচ্ছে নিসান ইন্ডিয়ার। সম্প্রতি তারা ঘোষণা করেছে, চলতি বছরের জুলাই মাসে তারা ডোমেস্টিক মার্কেটে ৪২৫৯ ইউনিট প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রি করেছে। গত তিন বছরে এটাই কোম্পানির মাসিক সর্বোচ্চ ডোমেস্টিক সেল বলে জানিয়েছে জাপানি সংস্থাটি।

নিসানের এই সাফল্যের মূলে রয়েছে ম্যাগনাইট কম্প্যাক্ট এসইউভি মডেলটি। সংস্থা জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসে তাদের গাড়ি বিক্রির পরিমান, গত জুলাইয়ের চেয়ে ৪৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর জুলাইয়ে ডোমেস্টিক মার্কেটে ৭৮৪ ইউনিট বিক্রি করতে পেরেছিল। শুধু ডোমেস্টিক নয়, ২০২১-এর জুলাইয়ে গাড়ি এক্সপোর্টের সংখ্যাও বেড়ে গিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের জুলাইয়ে যেখানে তারা ২৩৭৫ ইউনিট এক্সপোর্ট করেছিল, সেখানে এই বছর তারা রফতানি করেছে ৩৮৯৭ ইউনিট। শতাংশের বিচারে তা ৬৪% বেড়েছে বলে জানা গিয়েছে।

যেটা লক্ষণীয় বিষয় সেটা হল, এই যে নিসানের ডোমেস্টিক সেল বৃদ্ধি পেয়েছে তার পুরোটাই তাদের ম্যাগনাইট কম্প্যাক্ট এসইউভি'র জন্য। নিসান জানিয়েছে, আত্মপ্রকাশের পর থেকে ২০ হাজার ইউনিট  ম্যাগনাইট কম্প্যাক্ট বিক্রি হয়েছে। এক্সপোর্টের ক্ষেত্রেও একই গতিতে এগিয়ে চলেছে নিসানের এই মডেলটি। সম্প্রতি তারা নেপালেও এই গাড়ি এক্সপোর্ট করছে।

নিসানের ক্রমবর্ধমান বিক্রির হারের বিষয়ে নিসান ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানিয়েছেন, 'মার্কেট খোলার সঙ্গে সঙ্গে মানুষ গাড়ির কেনার প্রতি ঝোঁক বেড়েছে এবং নিসান মানুষের চাহিদা পূরণ করতে পেরেছে তাই আমাদের বিক্রিতে এতটা উন্নতি হয়েছে।'


তিনি আরও জানিয়েছেন, 'গত তিন বছরে নিসানের সব থেকে বেশি গাড়ি বিক্রি হয়েছে বিগত কয়েক মাসে। নিসান ম্যাগনাইটের প্রোডাকশন আমরা বাড়িয়েছি। অনেকগুলি বুকিং আগে থেকেই রয়েছে সেগুলোও দ্রুত আমরা আমাদের কাস্টমারদের হাতে তুলে দেব'।


গত বছর ডিসেম্বর মাসে ম্যাগনাইট কম্প্যাক্ট এসইউভি মডেলটি লঞ্চ করে নিসান। সংস্থার এক্স শোরুম অনুযায়ী, দাম রাখা হয়েছিল ৪ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে ৯ লক্ষ ৩৫ হাজার টাকা পর্যন্ত। ২০২১ সাল থেকে ম্যাগনাইটের দাম শুরু হয়েছে ৫ লক্ষ ৪৪ হাজার টাকা থেকে।

চার রকম ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে এই মডেলটি। সেগুলি হল XE, XL, XV, XV Premium। ভ্যারিয়্যান্টের উপর কম-বেশি রয়েছে। দু’রকম রঙে পাওয়া যাচ্ছে এই গাড়ি। একটি- মনোটোন অপরটি ডুয়াল টোন। মনোটোনের ভিতর রয়েছে ব্লেড সিলভার, স্যান্ডস্টোন ব্রাউন, অনিক্স ব্ল্যাক, স্টর্ম হোয়াইট। ডুয়াল টোনের মধ্যে রয়েছে ফ্লেয়ার গার্নেট-এর সঙ্গে রেড অনিক্স ব্ল্যাক, পার্ল হোয়াইটের সঙ্গে অনিক্স ব্ল্যাক, টুর্মালাইন ব্রাউনের সঙ্গে অনিক্স ব্ল্যাক এবং ভিভিড ব্ল্যাকের সঙ্গে স্টর্ম হোয়াইট।

প্রসঙ্গত, নিসান ইন্ডিয়া লঞ্চের সময়েই জানিয়েছিল এই গাড়ি বিশেষ ভাবে ভারতীয় ক্রেতাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। তার সুফল যে তারা পাচ্ছেন তা স্পষ্ট।

এটা শেয়ার করতে পারো

...

Loading...