নিসান মোটর ইন্ডিয়ার আয়োজনে টালিগঞ্জ ক্লাবে ‘মুভ বিয়ন্ড গলফ টুর্নামেন্ট’

নিসান মোটর ইন্ডিয়ার উদ্যোগে একদিন ব্যাপি  ‘মুভ বিয়ন্ড গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হল কলকাতার ঐতিহ্যবাহী টালিগঞ্জ ক্লাবে। তার সঙ্গেই কলকাতায় সংস্থার গ্লোবাল প্রিমিয়াম এসইউভি এক্স-ট্রেইল এবং কাশকাই প্রদর্শিত হয়। দিল্লি এনআরসি এবং চেন্নাইতে সফল টুর্নামেন্টের পর কলকাতায় টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে আগ্রহ ছিলই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ক্রীড়াবিদ অভিনব অপজিৎ বিন্দ্রা।

এসইউভি – এক্স-ট্রেল এবং কাশকাই মডেল প্রথমবার গত অক্টোবরে সামনে আসে।  

নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরক্টর রাজেশ শ্রীবাস্তব বলেন, ‘মুভ বিয়ন্ড গলফ টুর্নামেন্ট’ আয়োজন করতে পেরে তাঁরা রোমাঞ্চিত। একাধিক শহরে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি এবং সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে উদ্যোগ অত্যন্ত অর্থবহ।

এসইউভি এক্স-ট্রেইল এবং কাশকাই গোটা দুনিয়ার গাড়িপ্রেমিদের মধ্যে সাড়া জাগিয়েছে। অক্টোবরে যখন প্রথম প্রদর্শিত হয় সেই অভিজ্ঞতাও ইতিবাচক। পূর্ব ভারতে নিজেদের উপস্থিতিকে আরও মজবুত করতে সংস্থা আগ্রহী। ক্রেতাদের আরও ভাল অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিলারশিপ নেটওয়ার্ককে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পূরব ভারতের  ন’হাজার ইউনিটের মধ্যে নিশান ম্যাগনাইট দুরন্ত সাড়া পেয়েছে। পূর্বাঞ্চলে ক্রমশ বাড়ছে চাহিদাও। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...