প্রথম দশ সৌভাগ্যবান ক্রেতার হাতে তুলে দেওয়া হল নিসান ম্যাগনাইট

শহর কলকাতায় ২০২১ শুরু হল এক নতুন চমক দিয়ে। চোখ ঝলসানো চমক যাকে বলে, এ যেন একেবারে তাই! গ্ল্যামার আর আভিজাত্যের বিস্ফোরণ ব্যাপারটা এমনই!

২০২১- এর প্রথম রবিবার নিসানের শোরুম অটোর‍্যালি নিশানে, নিসান ম্যাগনাইটের প্রথম দশ সৌভাগ্যবান ক্রেতার হাতে তুলে দেওয়া হল গাড়ির মডেল। প্রথম ডেলিভারীর দিনটিকে বিশেষ করে তুলতে ছিল কেক কাটার পর্ব!

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডিলার প্রিন্সিপল অস্নাত চোপড়া, নিশানের এরিয়া ম্যানেজার দেবজ্যোতি গোস্বামী,রিজিওন্যাল ম্যানেজার যুবরাজ পাতিল প্রমুখ।

ডিলার প্রিন্সিপল অস্নাত চোপড়া ডেলিভারী স্পেশাল ডে প্রসঙ্গে বলেন, ‘ গোটা দেশ জুড়ে ৩৩ হাজার বুকিং হয়েছে। পনেরশো ডেলিভারী। ৬ হাজার ক্রেতা ভরসা রেখেছেন নিশানের ওপর। এই পুরো ব্যাপারটাই খুব স্পেশাল’।

নিশানের এরিয়া ম্যানেজার দেবজ্যোতি গোস্বামী বলেন, ভারতীয় গাড়ি বাজারে নিশাল ম্যাগনাইট খুবই ইতিবাচক সাড়া জাগিয়েছে। ভারতীয় ক্রেতারা ভালোবেসেছেন এই মডেলটিকে’।

রিজিওন্যাল ম্যানেজার যুবরাজ পাতিল জানান, ‘সিনিয়রিটি’র ভিত্তিতে তুলে দেওয়া হয় গাড়ির চাবি।

কেক কাটার পর নিশানের হ্যাপি কাস্টমারদের হাতে তুলে দেওয়া হয় গাড়ির চাবি। আর এখানেই অপেক্ষা করেছিল নতুন বছরের আসল উপহার! সেই চমকে উচ্ছ্বসিত ক্রেতারাও।


রবিবারের ছুটির দিনে নতুন গাড়ির চাবি হাতে পাওয়া খুবই স্পেশাল। তার সঙ্গে ছিল অটোর‍্যালি নিসানের তরফ থেকে দেওয়া নতুন বছরের আরও একটি স্পেশাল উপহার।

শোরুমের সামনে তিলোত্তমার সড়কে এদিন ঝড় তুলল স্বপ্নের রাণী নিসান ম্যাগনাইট। তার সঙ্গে সফরে ১০ লাকি কাস্টমার এজেসি বোস রোডের কৃষ্ণা বিল্ডিং থেকে বেরিয়ে সোজা রবীন্দ্রসদনের দিকে। তারপর বিড়লা প্ল্যানেটোরিয়াম হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ফোর্ট উইলিয়মের পাশ দিয়ে ইডেন গার্ডেন, আকাশবাণী ভবন হয়ে রাজ্যপাল ভবন...

এখানেই শেষ নয় সফর। নিউইয়ারে সেজে ওঠা পার্ক স্ট্রিট হয়ে নিসান ম্যাগনাইট ঘুরলে ফের এজেসি বোস রোডে...অটোর‍্যালি নিসানের শোরুম চত্বরে...

এখানেই শেষ হয় নিসান ম্যাগনাইটের রাজকীয় সফর..

এটা শেয়ার করতে পারো

...

Loading...