এই পুজোতেই প্রকাশ্যে এসে গেল নিসান ম্যাগনাইটের নতুন ভার্সন, রইল সমস্ত তথ্য

এই পুজোতেই নিসান ম্যাগনাইটের একটি নতুন ভার্সন লঞ্চ হল ভারতে। সেই নিসান ম্যাগনাইট কুরো এডিশনের দাম মাত্র 8.27 লাখ টাকা (এক্স-শোরুম)। জানা গিয়েছে, মাত্র 11,000 টাকা থেকেই গাড়িটির বুকিং শুরু হয়ে গিয়েছে।

তাহলে, এই লেটেস্ট এসইউভি-র বিভিন্ন মডেলের দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক –

এই নতুন নিসান ম্যাগনাইট কুরো গাড়িটিতে মোট তিনটি হাই-এন্ড ভ্যারিয়েন্টে রাখা হচ্ছে: (XV MT, Turbo XV MT এবং Turbo XV CVT)। এই তিনটের মধ্যে Turbo XV MT ভ্যারিয়েন্টের দাম 9.65 লাখ টাকা এবং Turbo XV CVT ভ্যারিয়েন্টের দাম 10.46 লাখ টাকা।

nissan-magnite-dashboard2_11zon

দুটি মডেলের দামই রয়েছে দিল্লিতে এক্স-শোরুমের।

তবে একটা জিনিস খুব স্পষ্ট যে এখনও পর্যন্ত দেশে সে ভাবে এই গাড়িটির কোনও প্রতিযোগী নেই। যদিও রেনল্ট কাইগারের আরবান নাইট স্পেশ্যাল এডিশনটি গত মাসে লঞ্চ হয়েছিল। সেটি সামান্য হলেও টক্কর দিতে পারে এই নিসান ম্যাগনাইট কুরোর সাথে।

জানা গিয়েছে যে, এই নিসান ম্যাগনাইট কুরো গাড়িটি লুকের দিক থেকে অনেক ভ্যারিয়েন্টে থাকছে। অন্যদিকে, এডিশনটিতে ব্ল্যাকড-আউট এলিমেন্টস দেওয়া হয়েছে যেমন গ্রিল, স্কিড প্লেট, বাম্পার্স, হেডলাইট অ্যাক্সেন্ট, ডোর হ্যান্ডেল, রুফ রেইল এগুলির সবই ব্ল্যাকে পেইন্ট করা রয়েছে।

এছাড়া, নিসান এবং ম্যাগনাইট ব্যাজগুলি আগের মতো ফ্রন্ট ও রিয়ারে একই ক্রোম অ্যাক্সেন্টে দেওয়া হয়েছে।

এক নতুন ফিচার যুক্ত করা রয়েছে অ্য়ালয় হুইল রেড ক্যালিপার্স নামে।

গাড়িটির ইন্টিরিয়ারে অল-ব্ল্যাক থিম দেওয়া হয়েছে। ড্যাশবোর্ড থেকে শুরু করে সেন্টার কনসোল, সিট এবং আপহলস্ট্রি এবারে মনোক্রমাটিক স্কিমে এসেছে।

নিসান ম্যাগনাইট কুরো -র প্রিমিয়াম অ্যাপিয়ারেন্স দিতে কেবিনে পিয়ানো-ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে।

তবে, গাড়িটির ফিচার আগের মতো একই রাখা হয়েছে। রয়েছে 8 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিংয়ের মতো বহু জরুরি ফিচারগুলি।

এই নিসান ম্যাগনাইট কুরো এডিশনে স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই একই পাওয়ারট্রেন অপশন রয়েছে। গাড়িটিতে রয়েছে 1.0 লিটার পেট্রল এবং 1.0 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন। ন্যাচেরালি অ্যাসপিরেটেড পেট্রল মোটরটি 71 bhp পাওয়ার এবং 96 Nm পিক টর্ক দিতে পারে।

অন্য দিকে গাড়িটির পেট্রল ইঞ্জিন 99 bhp পাওয়ার এবং 152 Nm পিক টর্ক দিতে পারে।

তাহলে, আর দেরি কেন? ঝটপট বুক করে নিন এই নতুন গাড়িটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...