আসন্ন দীপাবলিতে ভারতীয় গাড়িপ্রেমিদের জন্য নিসান ইন্ডিয়ার চমক নিসান এক্স ট্রেইল, নিসান ক্যাসকাই, নিসান জুক

দীপাবলিতে ভারতীয় গাড়িপ্রেমিদের চমকে দিল নিসান ইন্ডিয়া। একেবারে চমকের হ্যাট্রিক। এসইউভি ম্যাগনেটের দুরন্ত সাফল্যের পর ভারতীয় গাড়ি বাজারে ক্রেতাদের মধ্যে নিজেদের জনপ্রিয়তাকে ছড়িয়ে দিতে উৎসবের মুখে সংস্থা সামনে আনল আরও তিন গ্লোবাল এসইউভি মডেল- নিসান এক্স ট্রেইল, নিসান ক্যাসকাই, আর নিসান জুক। এই তিন মডেল আজ প্রদর্শিত হল ভারতীয় ক্রেতাদের জন্য।  

ভারতে নিসান ম্যাগনাইটের সাফল্যে আশাবাদী নিসান ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক টোরেস জানিয়েছেন, ‘নিসান ম্যাগনেটের সাফল্য দেখিয়ে দিয়েছে ভারতীয় বাজারে কী হওয়া সম্ভব। আমরা নিসানের উপস্থিতি আরও ছড়িয়ে দেওয়ার দিকে এগিয়ে যেতে চাইছি। ভারতীয় ক্রেতারাও আরও নতুনের আনন্দ পাবে।’

সংস্থা জানিয়েছে এই মাসের শুরুতেই তিন মডেলে সব ধরনের টেস্টিং শুরু হয়েছে। ভারতীয় সড়কে তারা কেমন পারফর্ম করবে সেদিকটিও টেস্টে দেখা হয়েছে। এই প্রজন্মের গাড়িপ্রেমীদের জন্য আদর্শ মডেল। তাঁদের চাহিদার দিকটিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

মেক ইন ইন্ডিয়া এবং মেড ইন ইন্ডিয়ার ধারনাকে মাথায় রেখে এই গ্লোবাল মডেলগুলির লোকাল প্রোডাকশনে লক্ষ স্থির করেছে নিসান ইন্ডিয়া। ঘরোয়া বাজারে চাহিদার পাশাপাশি জোর দেওয়া হবে রফতানিতেও।   

ফ্র্যাঙ্ক টোরেস জানিয়েছেন, ‘ভারতীয় গাড়ি বাজারের সম্ভাবনা অপরিসীম। নিসান ম্যাগনাইটের সাফল্য দেখেই আমরা পরিধি বৃদ্ধির পরিকল্পনা করেছি। হাই কোয়ালিটি এসইউভিসতে সাফল্যের আশা করছি। সেটাই আমাদের খ্যাতির সমার্থক।’

নিসান এক্স-ট্রেইলে টু সিটিং লেআউটে ইঞ্জিন অপশন ৩পেট্রোল ইঞ্জিন মাইল্ড হাইব্রিড টেকনোলজি। ফাইভ সিটার ও সেভেন সিটার লে আউট।

নিসান ক্যাসকাই মিড সাইজ হাইব্রিড এসইউভি। সিএমএফসি প্ল্যাটফর্ম। এতে আছে অল হুইল ড্রাইভ সিস্টেম। ড্রাইভিং মডেল চার- স্ট্যান্ডার্ড, ইকো, স্পোর্ট, অফ-রোড।      

 নিসান জুক ইউরো-ইন্ডিয়া ব্রেডিং-এর হাইব্রিড কার। 1.4 L 4 সিলেন্ডার এঞ্জিনঅটোমেটিক ব্রেকিং, ক্রস ট্র্যাফিক অ্যালার্ট, রোড সাইড রেকগনাইজেশন, অটোমেটিক কার পার্কিং ফিচার সুবিধা আছে।

  

        

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...