শুরু হল শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে সর্ববৃহৎ প্রকল্প 'নিষ্ঠা'

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে আজ শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প 'নিষ্ঠা' (ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল টিচার্স হেড হলিস্টিক এডভান্সমেন্ট) প্রকল্পটির উদ্বোধন করা হল। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের শিক্ষা দফতরের সেক্রেটারি রিনা রায় জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪২ হাজার শিক্ষক/শিক্ষিকা ট্রেনিং নিতে পারবেন। এই অনুষ্ঠানে উক্ত বিষয় সম্পর্কিত ওয়েবসাইট, প্রশিক্ষিত মডিউলার, প্রাইমার বুকলেট এবং মোবাইল অ্যাপ প্রকাশ করা হয়।

               প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয় সম্পর্কে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরাল জানিয়েছেন, ভারত প্রাচীনকাল থেকেই শিক্ষা এবং শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। হাজার বছর ধরেই ভারত সমগ্র বিশ্বের কাছে 'বিশ্বগুরু' হিসেবে প্রশংসিত হয়ে আসছে। সেই প্রাচীন কাল থেকেই ভারত শিক্ষাব্যবস্থায় যথেষ্ট আধুনিক থাকার পাশাপাশি সমাজের উন্নতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে কোনো দেশেই শিক্ষা, সমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সন্দেহ নেই। যার মাধ্যমে বর্তমান প্রজন্ম, ভবিষ্যতের শিক্ষিত এবং দায়িত্বপূর্ণ নাগরিক হয়ে ওঠে।

            এই প্রকল্পটির মাধ্যমে সমগ্র দেশের প্রায় ১৯,০০০ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন-কে নথিভুক্ত করে গুগল আর্থ-এর আওতাভুক্ত করা হচ্ছে। যাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে চাইবেন, তাঁরা যে কোনো ইনস্টিটিউশনের ভৌগলিক অবস্থানই শুধু নয়, সেই প্রতিষ্ঠানের রিপোর্ট কার্ডও দেখতে পাবেন ওয়েবসাইটের মাধ্যমে।

        নীতি আয়োগের বিশেষ সেক্রেটারি যদুবেন্দ্র মাথুর এই প্রসঙ্গে জানান, শিক্ষকরাই হলেন সমাজের স্তম্ভ, তবুও তাঁদের যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে প্রতিনিয়ত নিজেদের উন্নত করতে হবে, যাতে তাঁরা ভালোভাবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে পারেন। সেটা একমাত্র শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমেই সম্ভব। তাই নতুন যুগের সঙ্গে চলতে গেলে এই প্রকল্পটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকেই  শিক্ষার বিষয়ে নিজেদের আধুনিক শিক্ষা ব্যবস্থার অংশীদার করতে পারবেন শিক্ষকরা।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...