মঙ্গলবার সকাল ৮টা ৫৮ মিনিটে চীনের শিশাপাঙমা পর্বতের চূড়ায় উঠে ইতিহাস গড়লেন। মাত্র ১৮৯ দিনে ১৪টি আট হাজার মিটার বেশি উচ্চতা সম্পন্ন শৃঙ্গ জয় করলেন নেপালের নির্মল পূর্জা। তিনি এ বিষয়ে নিজের ট্যুইটারে জানিয়েছেন।
গত এপ্রিল মাসে তিনি অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের মাধ্যমে নিজের বিশেষ অভিযান শুরু করেছিলেন। মাত্র সাত মাসে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ৮ হাজার মিটারের উঁচু দুটি পর্বতের চূড়া কম সময়ে দু'বার একমাত্র তিনিই ছুঁয়েছেন। ২০১২ সালে প্রথম এভারেস্টের বেস ক্যাম্পে ঘুরতে গিয়েছিলেন নির্মল। বেড়ানোর পর ফিরে আসবেন, সেরকমই পরিকল্পনায় ছিল। কিন্তু ওই ভ্রমনের পর এতটাই আপ্লুত হয়ে গিয়েছিলেন তিনি যে পর্বত অভিযান শুরুর পরিকল্পনা করেন। অন্নপূর্ণা শৃঙ্গ জয়ের পর ধবলগিরি, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, লোৎসে, মাকালু, নাঙ্গা পর্বত, গয়েশব্রুম-১, গয়েশব্রুম-২, কে২, ব্রড পিক, চো ওয়ু, মানাসলু শৃঙ্গ জয় করেন তিনি। ইংল্যান্ডের প্রাক্তন গোর্খা সেনাকর্মী নির্মল পূর্জার আর একটি শৃঙ্গ জয় করা বাকি ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে তিনি যোগ দেন। ২০০৯ সালে রয়েল মেরিন সদস্য হন। ২০১৮ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে ব্রিটিশ বেসামরিক সম্মান এমবিই দেন।
গত সেপ্টেম্বরে চীনের শিশাপাঙমায় অরোহনের অনুমতির জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে তাঁকে। কারণ পর্বতটি চীনের তিব্বতি স্বায়ত্বশাসিত অঞ্চলে অবস্থিত। পরে চীনা সরকারের সঙ্গে নির্মলের পক্ষ থেকে নেপালি সরকার যোগাযোগ করলে ১৫ অক্টোবর তিনি সবুজ সংকেত পান। সেটিই তিনি জয় করলেন গতকাল। ২৩ এপ্রিল জয় করেন অন্নপূর্ণা, ১২ মে জয় করেন ডাউলাগিরি, ১৫ মে জয় করেন কাঞ্চনজঙ্ঘা, ২২মে এভারেস্ট, ২২মে লোৎসে, ২৪ মে মাকালু, ৩ জুলাই নাঙ্গা পর্বত, ১৫ জুলাই গয়েশব্রুম-১, ১৮ জুলাই গয়েশব্রুম-২, ২৪জুলাই কে২, ২৬ জুলাই ব্রড পিক, ২৩ সেপ্টেম্বর চো ওয়ু, ২৭ সেপ্টেম্বর মানাসলু এবং ২৯ অক্টোবর শিশাপাঙমা পর্বতশৃঙ্গ জয় করেন নির্মল।
“Everything in life is possible armed only with determined approach and positive mindset.”
— Nirmal Purja MBE (@nimsdai) October 29, 2019
14/14 ✅ in 6months, 6days 🤙🏼 .#14peaks7months #History .#nimsdai #BremontProjectPossible #dedication #resilience #extremehighaltitudemountaineering pic.twitter.com/rcz6CQFP9a