NIRF Ranking 2024: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সর্বভারতীয় র‍্যাঙ্ক তালিকায় রাজ্যের কোন কোন বিশ্ববিদ্যালয় স্থান পেল?

কেন্দ্রের শিক্ষা মন্ত্রক ২০২৪ সালের সমীক্ষার ভিত্তিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সর্বভারতীয় ব়্যাঙ্ক প্রকাশ করেছে। সেখানে এই রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তার মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠানগুলি।

হাইলাইটস:

১। রাজ্যের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে তালিকায়?

২। সেরা দশ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি?

৩। যাদবপুর বিশ্ববিদ্যালয় কত নম্বর র‍্যাঙ্কে?

সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির র‍্যাঙ্ক সেখানকার পঠন-পাঠনের ধরন, পরিবেশ, ছাত্রছাত্রীদের রেজাল্ট, ইত্যাদির উপর নির্ভর করে। রাজ্যভিত্তিক সমীক্ষায় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকায় বারংবার যুক্ত হলেও, রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের ক্ষেত্রে এই র‍্যাঙ্কে উন্নতি দেখা যায়নি। এবার সেটাই চিন্তার বিষয় হয়ে উঠেছে বিশেষজ্ঞ মহলের কাছে।

২০২৪ সালের তালিকায়, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির সমীক্ষার তালিকায় দুই ও চার র‍্যাঙ্কে, যথাক্রমে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে, কিন্তু প্রথম দশ –এ রাজ্যের আর কোনও বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়নি। তবে মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়, ও দ্বিতীয় স্থানে রয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। এছাড়াও, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির প্রথম দশে জায়গা হয়নি রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের। শুধুমাত্র, আইআইটিগুলির মধ্যে পঞ্চম স্থানে আছে আইআইটি খড়গপুর।

সেরা ১০ বিশ্ববিদ্যালয়

১। আইআইএসসি বেঙ্গালুরু

২। জেএনইউ, নয়াদিল্লি

৩। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি

৪। মণিপল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপল

৫। বিএইচইউ, বারাণসী

৬। দিল্লি বিশ্ববিদ্যালয়

৭। অমৃত-বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটোর

৮। এএমইউ, আলিগড়

৯। যাদবপুর বিশ্ববিদ্যালয়

১০। ভিআইটি, ভেলোর

 

সেরা দশ কলেজ

১। হিন্দু কলেজ, দিল্লি

২। মিরান্ডা হাউজ, দিল্লি

৩। সেন্ট স্টিফেনস কলেজ, দিল্লি

৪। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, কলকাতা

৫। আত্মরাম সনাতন ধর্ম কলেজ, দিল্লি

৬। সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা

৭। পিএসজিআর কৃষ্ণমল কলেজ ফর ওমেন, কোয়েম্বাটোর

৮। লয়োলা কলেজ, চেন্নাই

৯। কিরোরী মল কলেজ, দিল্লি

১০। লেডি শ্রীরাম কলেজ ফর ওমেন, দিল্লি

 

সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ

১। আইআইটি মাদ্রাজ

২। আইআইটি দিল্লি

৩। আইআইটি বম্বে

৪। আইআইটি কানপুর

৫। আইআইটি খড়গপুর

৬। আইআইটি রুরকি

৭। আইআইটি গুয়াহাটি

৮। আইআইটি হায়দরাবাদ

৯। আইআইটি তিরুচিরাপল্লী

১০। আইআইটি বিএইচইউ বারাণসী

 

সেরা প্রাদেশিক বিশ্ববিদ্যালয় (State University Ranking)

১। আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই

২। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

৩। সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, পুনে

৪। কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা

৫। পঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড়

৬। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ

৭। অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বিশাখাপত্তনম

৮। ভারতীহার বিশ্ববিদ্যালয়, কোয়েম্বাটোর

৯। কেরালা বিশ্ববিদ্যালয়, তিরুবনন্তপুরম

১০। সিইউস্যাট, কোচিন

এটা শেয়ার করতে পারো

...

Loading...