৯ বছরে ব্যাচেলার ডিগ্রি!

মাত্র ৯ বছর বয়সেই ব্যাচেলার ডিগ্রি। এমন কৃতিত্বের অধিয়াকরী হতে চলেছে  হল্যান্ডের রাজধানী আমস্টারডামের বাসিন্দা বিস্ময় শিশু লরেন্ট সিমন্স।

আইন্ডহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল সেমিস্টার শেষ করেছে লরেন্ট। এখন অপেক্ষা ফলাফলের।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই সে এক্সট্রা অর্ডিনারি

ব্যাচেলার ডিগ্রি পেয়ে গেলে সে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে গবেষনার কাজে যুক্ত হওয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি ডাক্তারি পড়ার ইচ্ছেও আছে তার।

লেরেন্টের বাবা মা অ্যালেক্সজান্ডার এবং লাদিয়া জানিয়েছে, ‘ তার কয়েক মাস বয়স থেকেও যে কোনও জিনিস দ্রুত শিখে নেওয়ার প্রবণতা লক্ষ্য করেছিলেন তাঁরা’।

এমন অসাধারণ প্রতিভার রহস্য ভেদ করতে শিক্ষকরা বারবার তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেছেন। তাঁরা কথায়, ‘লরেন্ট আসলে স্পঞ্জের মতো

simon

আইন্ডোহোভেনের বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর জোয়ার্ড হালশফ বলেছেন, বিশেষ প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা থাকে। আর লরেন্ট তো অসাধারণ। 

লরেন্ট কিন্তু শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকে না। তার চারপাশে কী ঘটে চলেছে সে নিয়েও সমান অনুভূতিশীল।  

লরেন্টের আই কিউ ১৪৫। পৃথিবীর প্রথম সারির অনেক বিশ্ববিদ্যালয় এখন থেকেই তাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের প্রতিষ্ঠানে পড়ার জন্য।

তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১১ হাজারের বেশি ফলোয়ার আছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...