বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর ধারাবাহিকের দায়িত্ব তাকে টেনে আরও কয়েক দিন বাড়িয়ে নিয়ে যাওয়া। যে কোনও উৎসবেই মেতে ওঠে বাংলা ধারাবাহিক। উৎসবের সেই বিশেষ দিনটি পার হয়ে গেলেও তার রেশ ধরে রাখে বাংলা ধারাবাহিক। আর সেই ট্রেন্ড মেনেই 'মহাপ্রভু শ্রী চৈতন্য' ধারাবাহিকে আসছে রথ যাত্রা পর্ব। আর তাই জোরকদমে চলছে শুটিং।
নিমাইয়ের উপর দিয়ে নানাবিধ ঝড় বয়ে চলেছে প্রতিনিয়ত। আর ঐশ্বরিক কারণেই সব বিপদ থেকে মুক্ত হয় নিমাই। গত বছরেও রথ যাত্রা পালিত হয়েছে ধারাবাহিকে। এবার গল্পে রয়েছে অন্য রঙ।
হুসেন শাহ'র সেনা বাহিনী নবদ্বীপ আক্রমণ করেছে। তারা নিমাইকে পেলেই হত্যা করবে। ওদিকে আচার্য আর বিষ্ণুপ্রিয়া নিমাইকে সরিয়ে ফেলেছে গয়াতে। নিমাই রথ যাত্রার দিনটা নবদ্বীপেই কাটাতে চেয়েছিল। কিন্তু থাকতে পারল না সে। হুসেন শাহ্'র বাহিনী নবদ্বীপে তুলকালাম কাণ্ড বাধিয়ে দেয়। তারা নিমাইকে না পেলে রক্তগঙ্গা বইয়ে দেবে বলে হুঙ্কার তোলে। অদ্বৈতাচার্য 'জয় জগন্নাথ' ধ্বনি উচ্চারণ করলে সবাই শান্ত হয়। কী হবে এরপর? জানা যাবে আগামী কয়েকটি পর্বে।
রথ যাত্রার স্পেশাল এপিসোড নিয়ে স্বয়ং নিমাই অর্থাৎ আর্য জানিয়েছেন- "ছোটবেলায় রথ টেনেছি। এবারের রথ যাত্রা আমার কাছে খুব স্পেশাল। এখানে আমিই কৃষ্ণের রূপ। রথের দিন এলেই মনে পড়ে পাঁপড় ভাজার কথা। দিনটা যেন শুধু পাঁপড় খাওয়ারই দিন। আর এবার আমার লিপে ধারাবাহিকে একটা গানও রয়েছে। এটাও আমার কাছে খুব আনন্দের একটি বিষয়।"
'মহাপ্রভু শ্রী চৈতন্য' দেখুন প্রতি সোম থেকে শনি সন্ধে সাড়ে ৬ টায় টেলিভিশনের পর্দায়।