ভারতের বুক থেকে বিলুপ্ত হতে চলেছে নিলগিরি টার। তামিল নাডুর প্রধান আকর্ষণ এই হরিন প্রজাতির প্রাণীর অস্তিত্ব মুছে যেতে পারে ভারতের বুক থেকে। ইকোলজিকাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রকাশিত একটি খবর থেকে জানা যায় অত্যাধিক হত্যা, বহু মাত্রায় অরণ্যচ্ছেদ ও বায়ুমন্ডলের পরির্বতনের ফলে ২০৩০ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যেতে পারে এই প্রণী। তাঁদের মতে বর্তমানে এই প্রাণীর সংখ্যা ২৫০০ হাজারে এসে ঠেকেছে। কিন্তু যে হারে জঙ্গলের পর জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে সেই রকম যদি চলতে থাকে তাহলে আরো অনেক আগে এই প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। তারা আরো জানান যে প্রশাসনকে যথাযত ব্যাবস্থা নিতে হবে এই প্রাণীগুলোর সংরক্ষনের জন্য তা না হলে চিতা বাঘের মতই ভারতের ভূমি থেকে মুছে যাবে নিলগিরি টার|