‘জোঁকের’ মত এঁটে ছিলেন ‘লিচ’

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্ভিসহ প্রদর্শনের পর, প্রথম দিনের শেষে মাত্র ওভার পায় ইংল্যান্ড যার ফলে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নামে নাইওয়াচম্যান জ্যাক লিচ ররি বার্নস কিন্তু এই নাইটওয়াচম্যাচ হয়ে ওঠে আয়ারল্যান্ডের দুঃস্বপ্নের কারণ।  দ্বিতীয় দিনের শুরতেই ব্যাট হাতে জাঁকিয়ে বসে জ্যাক লিচ। তার খেলা দেখে দর্শকদের বোঝা দায় হয়ে পড়ে যে, আদৌ সে ব্যাটসম্যান নয়, একজন বোলার। ররি বার্নসের উইকেট পড়ে গেলে  সদ্য অভিষেক ঘটা জেসন রয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ১৪৫ রানের পার্টনাশিপ গড়ে তোলে লিচ ৯২ রান করে লিচ তখন আস্তে আস্তে রেকর্ড সৃষ্টির দিকে এগিয়ে চলেছে। আর ৮টি রান করতে পারলেই নাইটওয়াচম্যান হিসাবে ইংল্যান্ডের হয়ে নয়া রেকর্ড তৈরী হবে তার। এহেন পরিস্থিতিকে সামাল দিতে বোলিংয়ের দায়িত্ব পড়ে টম মুর্টগের ওপর, আর বল হাতে আবারও চমক মুর্টগের। তুলে নিলেন জোঁকের মত এটে থাকা লিচের উইকেট।  ৯২ রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হল জ্যাক লিচ-কে এখানেই শেষ নয়,  দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বির্পয়ের মুখে পড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। ১৭১ রানে গিয়ে যেখানে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটে, সেখানে আর মাত্র ১২২ রানে, অর্থাৎ ২৯৩ রান করে ইংল্যান্ডের ৯টি উইকেট পড়ে যায়। বর্তমানে ক্রিজে রয়েছেন স্টুয়ার্ট ব্রড ওলি স্টোন। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড এগিয়ে ১৮১ রানে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...