সম্প্রতি ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য আইসিসি আজীবন নির্বাসিত করে জিম্বাবওয়ে ক্রিকেট বোর্ডকে। জিম্বাবওয়ের জাতীয় দলের খেলোয়াড়রা নানাভাবে আর্জি জানালেও তাদের কথা শুনতে নারাজ আইসিসি। আর এবার আসন্ন ২০২০ সালের পুরুষ ও মহিলা টি২০ বিশ্বকাপ এর যোগ্যতা অর্জন পর্ব থেকে জিম্বাবওয়েকে সড়িয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।
এর ফলে কোনও একটি অ্যাসোসিয়েট দেশের কাছে সুযোগ রয়েছে বিশ্বকাপ খেলার। পুরুষদের যোগ্যতা অর্জন পর্বে নতুন নাম হিসেবে ঢুকল নাইজেরিয়া। আফ্রিকায় পুরুষদের ক্রিকেটের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় হয়েছিল নাইজেরিয়া, ফলে কেনিয়া ও নামিবিয়া এর সাথে তারাও ঢুকল মূল যোগ্যতা অর্জন পর্বে।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হওয়া মূল যোগ্যতা অর্জন পর্বে খেলবে মোট ১৪টি দল, যার মধ্যে ৬টি দল বিশ্বকাপ এর মূল পর্বে সুযোগ পাবে। এই ১৪টি দেশ হল, কেনিয়া, নামিবিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং, আয়ারল্যান্ড, জার্সি, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর এবং আমেরিকা থেকে দুটি দল।
পাশাপাশি মহিলাদের আফ্রিকান কোয়ালিফায়ারে দ্বিতীয় হওয়ায় সুযোগ পেল নামিবিয়া। কোয়ালিফায়ারে জিম্বাবওয়ে চ্যাম্পিয়ন হলেও তারা নির্বাসিত হওয়ার কারণে মহিলাদের মূল যোগ্যতা অর্জন পর্বে সুযোগ পেল নামিবিয়া।
আগামী বছর অক্টোবর-নভেম্বর এ অস্ট্রেলিয়ায় শুরু হবে পুরুষ ও মহিলাদের আইসিসি টি২০ বিশ্বকাপ। ফুটবল ময়দান কাঁপানো নাইজিয়া, কতটা ক্রিকেটেও জ্বলে উঠতে পারে তা সময়ের অপেক্ষা।